সিদ্ধেশ্বরী ডিগ্রী কলেজ
সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ রমনা ঢাকা বাংলাদেশের একটি বেসরকারি কলেজ ।[2] এই কলেজটি "সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ" নামে পরিচিত। আধুনিক সুযোগ সুবিধা সহ শ্রেণীকক্ষ, গবেষণাগার, গ্রন্থাগার এবং সাধারণ কক্ষ রয়েছে। কলেজ রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্ত ফলে কলেজটি উপজেলার অন্যতম কলেজের স্বীকৃতি পেয়েছে।[3]
![]() | |
ধরন | বেসরকারি কলেজ |
---|---|
স্থাপিত | ১৯৬২ |
অধ্যক্ষ | সেখ জসিম উদ্দিন |
ঠিকানা | ২৫, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মগবাজার , , |
শিক্ষাঙ্গন | শহর |
সংক্ষিপ্ত নাম | সিক |
অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
ওয়েবসাইট | scd |
ইতিহাস
কলেজ প্রতিষ্ঠিত হয় ১৯৬২ সালে । [4]
ক্যাম্পাস
কলেজটি দাঁড়িয়েছে ৫২ একর জমির উপর।
শিক্ষক
অধ্যক্ষ শেখ জুলহাস উদ্দিন
অনুষদ এবং বিভাগ
সিদ্ধেশ্বরী ডিগ্রী কলেজে মানবিক, ব্যাবসায় শিক্ষা, ও বিজ্ঞান বিভাগ তিনটি অনুষদ এর অধিনে অনেক গুলো অনুষদ রয়েছে।
কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ
- বাংলা বিভাগ
- ইংরেজি বিভাগ
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
- দর্শন বিভাগ
- সামাজিক বিজ্ঞান
- অর্থনীতি বিভাগ
- মনোবিজ্ঞান বিভাগ
বিজ্ঞান অনুষদ
- প্রাণরসায়ন বিভাগের
- গণিত বিভাগ
ব্যবসায় শিক্ষা অনুষদ
- হিসাববিজ্ঞান বিভাগ
- মার্কেটিং বিভাগ
- ব্যবস্থাপনা বিভাগ
তথ্যসূত্র
- "Muggers kill student"। দৈনিক ডেইলি স্টার।
- "সিদ্ধেশ্বরী ডিগ্রী কলেজ"। সিদ্ধেশ্বরী ডিগ্রী কলেজ। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "Siddheswari degree college"। infomap24.com।
- "SIDDHESWARI COLLEGE - 6416"। এনইউ ইনফো।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.