সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী পদটি হচ্ছে সিঙ্গাপুর প্রজাতন্ত্রের সরকারপ্রধান। সিঙ্গাপুরের রাষ্ট্রপতি যদিও তার কোনো ক্ষমতা নেই কিন্তু তিনিই প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জাতির পিতা লি কুয়ান ইউ।[1][2] সিঙ্গাপুরে 'পিপলস এ্যাকশন পার্টি' ছাড়া আর কোনো দল আজ পর্যন্ত ক্ষমতায় আসেনি এবং সিঙ্গাপুরে আজ অবধি মাত্র তিনজন প্রধানমন্ত্রী হয়েছেন।[3]
সিঙ্গাপুর প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী | |
---|---|
প্রধানমন্ত্রীর প্রতীক | |
সম্বোধনরীতি | মাননীয় |
প্রাতিষ্ঠানিক অবস্থান | শ্রী তেমাসেক |
নিয়োগকর্তা | রাষ্ট্রপতি |
মেয়াদ | পাঁচ বছর অথবা পূর্বে, নবায়নযোগ্য। সিঙ্গাপুরের সংসদকে পাঁচ বছর বা তার আগে ভেঙ্গে দিতে হবে (প্রধানমন্ত্রী দ্বারা)। সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী রাজনৈতিক দল থেকে প্রধানমন্ত্রী হবে। |
উদ্বোধনী ধারক | লি কুয়ান ইউ |
গঠন | ৩ জুন ১৯৫৯ |
বেতন | সিঙ্গাপুর ডলার ২০ লাখ |
ওয়েবসাইট | www |
তথ্যসূত্র
- http://www.straitstimes.com/opinion/shuffles-towards-the-fourth-prime-minister
- "Singapore's first Prime Minister Lee Kuan Yew dies aged 91"। Channel NewsAsia। Singapore। ২৩ মার্চ ২০১৫।
- https://www.theguardian.com/world/2015/mar/23/lee-kuan-yews-legacy-of-authoritarian-pragmatism-will-serve-singapore-well
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.