সার্ভাইবার সিরিজ (২০১৫)
সার্ভাইবার সিরিজ (২০১৫) ছিল ডাব্লিউডাব্লিউই কর্তৃক আয়োজিত পেশাদারি কুস্তি প্রতি-দর্শনে-পরিশোধ (PPV) আয়োজন। ২০১৫ সালের ২২ নভেম্বর জোর্জিয়ার আটলান্টার ফিলিপস এরিনায় অনুষ্ঠিত হয়। প্রথমবারের মত জোর্জিয়ায় এই আয়োজনটি অনুষ্ঠিত হয়।[1] ২৯টি সার্ভারবার সিরিজ এর মধ্যে, এটা দি আন্ডারটেকার এর ২৫-বছর সার্ভাইবার সিরিজ দখল উপলক্ষে অনুষ্ঠিত হয়। এই আয়োজনে নয়টি ম্যাচ, সাথে একটি প্রাক প্রদর্শনে অনুষ্ঠিত হয়েছিল। প্রধান ম্যাচে, রোমান রেইংস ডীন আমব্রোসকে হারিয়ে চ্যাম্পিয়নহীন ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশীপ জয় লাভ করে; কিন্তু, শেইমাস মানি ইন দ্য ব্যাংক চুক্তি জমা দেয় আর রেইংসকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হয়।[2][3][4]
সার্ভাইবার সিরিজ (২০১৫) | ||||
---|---|---|---|---|
![]() প্রচারণা পোস্টারে দি আন্ডারটেকার | ||||
ট্যাগলাইন | আন্ডারটেকারের ২৫ বছর | |||
উদ্ভোবনী সঙ্গীত(সমূহ) | ইমাজিন ড্রাগন্স কর্তৃক "ওয়ারিরস" | |||
তথ্য | ||||
পদোন্নতি | ডাব্লিউডাব্লিউই | |||
স্পন্সর | মাউন্টেন ডিউ কিক স্টার্ট ম রল্যাইডস এডভ্যান্সড | |||
তারিখ | নভেম্বর ২২, ২০১৫ | |||
উপস্থিতি | ১৪,৪৮১ | |||
ভেন্যু | ফিলিপস এরিনা | |||
শহর | আটলান্টা, জোর্জিয়া | |||
ডাব্লিউডাব্লিউই নেটওয়ার্ক ইভেন্টের কালানুক্রমিক | ||||
| ||||
সার্ভাইবার সিরিজ কালানুক্রমিক | ||||
|
ব্যাকগ্রাউন্ড
হেল ইন আ সেলে, সেথ রলিন্স কেইনকে হারিয়ে আবার ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশীপ জয় লাভ করে।[5] তারপরের র রাতে, আট জন কুস্তিগির যারা হেল ইন আ সেলে জয় লাভ করে তারা এক অপরের বিরুদ্ধে একাকী ম্যাচে মুখোমুখি হয়, সেই ম্যাচের ৪জন বিজয়ী ফাটাল ৪-ওয়ে ম্যাচে মুখোমুখি হয়, যে জিতবে সে হবে ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশীপের জন্য #১ প্রতিদ্বন্দী হবে, যেটি জয় লাভ করে রোমান রেইংস।[6][7] কিন্তু, ৪ নভেম্বর, আইয়ারল্যান্ডের ডাবলিন এর সরাসরি ইভেন্ট চলাকালীন সময়ে সেথ রলিন্স দুই হাঁটুতে ইঞ্জুরিতে আক্রান্ত হয়; তাই ম্যাচ বাতিল হয়ে যায় আর চ্যাম্পিয়নশীপ নিয়ে নিয়ে নেওয়া হয় এবং নতুন চ্যাম্পিয়ন নির্বাচনের জন্য নতুন টুর্নামেন্ট আয়োজন করা হয়।[8]
তথ্যসূত্র
- Johnson, Mike (জানুয়ারি ৭, ২০১৫)। "COMPLETE 2015 WWE PPV SCHEDULE"। pwinsider.com। সংগ্রহের তারিখ জানুয়ারি ৭, ২০১৫।
- "Roman Reigns def. Dean Ambrose in the WWE World Heavyweight Championship Tournament Final Match; Sheamus cashed in his Money in the Bank contract to become WWE World Heavyweight Champion"। WWE। নভেম্বর ২২, ২০১৫। সংগ্রহের তারিখ নভেম্বর ২২, ২০১৫।
- Cole, Michael (নভেম্বর ২২, ২০১৫)। Survivor Series।
Sheamus is now a four-time WWE World Heavyweight Champion. This is incredible. This is absolutely stunning. Fourteen thousand plus are stunned in Atlanta.
- Farrelly, Stephen [@WWESheamus] (নভেম্বর ২২, ২০১৫)। "The Irish are coming? The Irish have arrived. New @WWE World Heavyweight Champion. #4times #SurvivorSeries" (টুইট)। সংগ্রহের তারিখ নভেম্বর ২৩, ২০১৫ – টুইটার-এর মাধ্যমে।
- Caldwell, James (অক্টোবর ২৫, ২০১৫)। "10/25 Live HIAC PPV Report – CALDWELL'S Live Coverage"। Pro Wrestling Torch। সংগ্রহের তারিখ অক্টোবর ২৬, ২০১৫।
- Tedesco, Mike (অক্টোবর ২৬, ২০১৫)। "WWE RAW Results - 10/26/15 (Reigns is No. 1 Contender)"। wrestleview.com। সংগ্রহের তারিখ নভেম্বর ৩, ২০১৫।
- Tedesco, Mike (নভেম্বর ২, ২০১৫)। "WWE RAW Results - 11/2/15 (Team Reigns vs. Team Rollins)"। wrestleview.com। সংগ্রহের তারিখ নভেম্বর ৩, ২০১৫।
- WWE Staff (নভেম্বর ৫, ২০১৫)। "Seth Rollins suffers knee injury, new WWE World Heavyweight Champion to be crowned at Survivor Series"। WWE। সংগ্রহের তারিখ নভেম্বর ৫, ২০১৫।