সারা ব্লেক
সারা ব্লেক (জন্ম আগস্ট ২১, ১৯৮০ টেরে হাউটে, ইন্ডিয়ানা, মার্কিন যুক্তরাষ্ট্র) হলেন একজন মার্কিন পর্নোগ্রাফি অভিনেত্রী যিনি এই ইন্ডাস্ট্রিতে ঢুকেছিলেন ২০০৩ সাল নাগাদ।[2]
সারা ব্লেক | |
---|---|
![]() সারা ব্লেক | |
জন্ম | টেরে হাউটে, ইন্ডিয়ানা, মার্কিন যুক্তরাষ্ট্র | ২১ আগস্ট ১৯৮০
অন্যান্য নাম | সারা ব্লু, লিটল মিস ট্রাবেলমেকার[1] |
উচ্চতা | ৫ ফুট ৩ ইঞ্চি (১.৬০ মিটার)[2] |
প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রের সংখ্যা | ১০৭ (per IAFD) |
ওয়েবসাইট | http://www.sarahblake.com/ |
ক্যারিয়ার
যখন ব্লেক প্রথম এই ইন্ডাস্ট্রিতে ঢোকেন তিনি প্রথম ৩০ দিনের জন্য ওই এলাকায় একটু হাত পা ছোড়িয়ে নেন। ব্লেক স্টিভ লাইটস্পিডের জন্য কাজ করেছিলেন প্রায় ২ বছরের জন্য লিটল মিস ট্রাবেলমেকার নাম নিয়ে। এছাড়াও তিনি এফ.টি.ভি. গার্লস এর জন্যও কাজ করেছিলেন। তিনি এক সাক্ষাতকারে বলেছিলেন জে "আমার প্ল্যান হল লস এঞ্জেলেসে যাওয়া, একটা বন্য অ্যাডভেঞ্চার করা, এবং বাড়ি ফিরে এসে কলেজে যাওয়া। যখন আমি লস একজেলেসে গেছিলাম তখন সবকিছুই ছিল দারুণ এবং আমি সেখানে থেকে এবং ওখানে পুরোপুরি চলে গিয়ে শেষ করেছি।"[3] মে ১৪, ২০০৮ সালে তিনি তার ওয়েবসাইটে পোস্ট করেন যে, তিনি তার স্তন সার্জারির জন্য বেশ কয়েকমাস বিচ্ছেদ নিচ্ছেন।[4]
খেতাব
- ২০০৫ এ.ভি.এন খেতাব মনোনয়ন – বেস্ট সোলো সেক্স সিন (স্ক্রিমিং ওরগাসমস ১৩)[5]
- ২০০৬ এ.ভি.এন খেতাব মনোনয়ন – বেস্ট কাপলস সেক্স সিন ইন এ ভিডিও (ইনোসেন্স: পারফেক্ট পিঙ্ক)
- ২০০৬ এ.ভি.এন খেতাব মনোনয়ন – বেস্ট ওরাল সেক্স সিন ভিডিও (জ্যাকস প্লেগ্রাউন্ড ২৪)[6]
- ২০০৭ এ.ভি.এন খেতাব মনোনয়ন – বেস্ট অল গার্ল সেক্স সিন ইন এ ভিডিও (অল অ্যাবাউট কেরি)[7]
তথ্যসূত্র
- Cosmopolis (১৬ এপ্রিল ২০১০)। "Sarah Blake – je to divoška!" (Slovak ভাষায়)। Magazín.sk। সংগ্রহের তারিখ ২০১১-০৮-১৮।
- "Personal Bio Sarah Blake"। IAFD.com। সংগ্রহের তারিখ ২০০৭-০৮-০৬।
- Johnny Homicide (জানুয়ারি ৮, ২০০৮)। "Sarah Blake Interview"। Eros Zine। ২০০৮-১০-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-১৫।
- Blake, Sarah (মে ১৪, ২০০৮)। "Butterfly"। ২০০৮-০৮-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-১৫।
- "2005 AVN Awards Nominations" (PDF)। AVN.com। ২০০৬-০৭-১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-১৫।
- Dan Miller (নভেম্বর ২৫, ২০০৫)। "2006 AVN Awards Nominations Announced"। AVN.com। ২০০৬-১২-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-১৫।
- Jared Rutter (নভেম্বর ২২, ২০০৬)। "2007 AVN Awards Nominations Announced"। AVN.com। ২০০৭-০৭-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-১৫।
বহির্সংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে সারা ব্লেক সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- টুইটারে ব্লেক?lang=bn সারা ব্লেক
- ইন্টারনেট মুভি ডেটাবেজে সারা ব্লেক (ইংরেজি)
- ইন্টারনেট অ্যাডাল্ট ফিল্ম ডাটাবেজে সারা ব্লেক (ইংরেজি)
- অ্যাডাল্ট ফিল্ম ডাটাবেজে সারা ব্লেক (ইংরেজি)