সাপ্তাহিক একতা

সাপ্তাহিক একতা বাংলাদেশের একটি উল্লেখযোগ্য সাপ্তাহিক পত্রিকা। ১৯৭০ সালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এর মুখপত্র হিসাবে আত্মপ্রকাশ করে। এ সাপ্তাহিকটির এক সময় সম্পাদক ছিলেন বর্তমান প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (সাংবাদিক)। পত্রিকাটি নিয়মিত প্রকাশনার ৪৮ বছর অতিবাহিত করছে।

সাপ্তাহিক একতা
ধরনসাপ্তাহিক পত্রিকা
ফরম্যাটব্রডশিট ও অনলাইন সংস্করণ
মালিকবাংলাদেশের কমিউনিস্ট পার্টি
সম্পাদকঅধ্যাপক আফরোজান নাহার রাশেদা
প্রতিষ্ঠাকাল১৯৭০
ভাষাবাংলা, (শুধুমাত্র অনলাইন)
সদরদপ্তর২, কমরেড মণি সিংহ সড়ক, পুরানা পল্টন, ঢাকা
দাপ্তরিক ওয়েবসাইটweeklyekota.net

পত্রিকাটি বর্তমানে সম্পাদনা করেন অধ্যাপক আফরোজান নাহার রাশেদা। তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা।

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.