সানজিদা আক্তার

সানজিদা আক্তার (জন্ম ২০০১) হলেন বাংলাদেশি নারীদের ফুটবলের মধ্যমাঠের খেলোয়াড়। তিনি এএফসি ইউ-১৪ মেয়েদের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ-এর সদস্য ছিলেন - ২০১৫-তে নেপালে হওয়া দক্ষিণ এবং মধ্য জয়ী বাংলাদেশ ইউ-১৪। তিনি সম্প্রতি ময়মনসিংহের কলসিন্ধুর উচ্চ বিদ্যালয় এবং বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় নারী ফুটবল দলে ফুটবল খেলেন। তিনি ঢাকা, বাংলাদেশে গ্রুপ সি-তে ২০১৭ এএফসি ইউ-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের যোগ্যতা-তে পাঁচটি ম্যাচ খেলেন।

সানজিদা আক্তার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম সানজিদা আক্তার
জন্ম (2001-03-20) ২০ মার্চ ২০০১
জন্ম স্থান কলসিন্ধুর, ধোবাউড়া, ময়মনসিংহ
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব কলসিন্ধুর উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
দল
কলসিন্ধুর উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ
জাতীয় দল
বছর দল উপস্থিতি (গোল)
২০১৫ বাংলাদেশ ইউ-১৪ (৪)
২০১৪– বাংলাদেশ ইউ-১৭ (৪)

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল অক্টোবর ২৫, ২০১৬ তারিখ অনুযায়ী সঠিক।

প্রাথমিক বছর

সানজিদা আক্তার ২০ মার্চ ২০০১-এ[2] কলসিন্ধুর, ধোবাউড়া, ময়মনসিংহ-তে জন্মগ্রহণ করেন।

খেলোয়াড়ী জীবন

আখতার কলসিন্ধুর স. প্রাথমিক বিদ্যালয়ের জন্য ২০১১-তে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবুর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে প্রথম খেলেন।

আন্তর্জাতিক

আক্তার ২০১৪-তে ২০১৫ এএফসি ইউ-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের যোগ্যতা - গ্রুপ সি ম্যাচগুলির জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় নারী ফুটবল দলের জন্য নির্বাচিত হন।[3] তিনি আবার ২০১৫-তে নেপালে এএফসি ইউ-১৪ মেয়েদের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ - দক্ষিণ এবং কেন্দ্রীয় খেলেন, যেখানে বাংলাদেশ ইউ-১৪ বিজয়ী হয়। তিনি ২০১৭ এএফসি ইউ-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের যোগ্যতার ম্যাচগুলিতে খেলেন। তিনি ইউ-১৭ জাতীয়-এর জন্য ৯ বার এবং ৪টি গোল করেন। গ্রুপ সি বিজয়ী হয়ে, বাংলাদেশ সেপ্টেম্বর ২০১৭-তে থাইল্যান্ডে ২০১৭ এএফসি ইউ-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের যোগ্যতার জন্য খেলায় যোগ্যতা পায়।[4]

সম্মানসমূহ

এএফসি ইউ-১৪ গার্লস রিজিওনাল সি'শিপ - দক্ষিণ ও কেন্দ্রীয়
বাংলাদেশ ইউ -১৪ গার্লস '
  • চ্যাম্পিয়ন: ২০১৫

তথ্যসূত্র

  1. "Schedule & Results"Asian Football Confederation। সংগ্রহের তারিখ ২০১৬-১০-০২
  2. Hoque, Shishir (২০১৬-০৯-০২)। "Meet our supergirls"Dhaka Tribune। Dhaka। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-২১
  3. Parvez, Kamran (২০১৫-০৮-২২)। "Amazing football by Kalsindur girls"Prothom Alo। ২০১৬-০১-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-২১
  4. "Bangladesh, Australia through to AFC U-16 Women's C'ship 2017"Asian Football Confederation। ২০১৬-০৯-০৪। ২০১৬-০৯-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-০৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.