সাদিয়া জাহান প্রভা
সাদিয়া জাহান প্রভা (জন্ম: ফেব্রুয়ারি ১৩, ১৯৮৮) একজন বাংলাদেশী মডেল এবং অভিনেত্রী। মডেলিংয়ের মাধ্যমে তার মিডিয়া জগতে আগমন ঘটে। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেন। কিন্তু ব্যক্তিগত কেলেঙ্কারি কারণে কিছু সময়ের জন্য তার অভিনয় কর্মজীবন বাধাপ্রাপ্ত হয়।
সাদিয়া জাহান প্রভা | |
---|---|
জন্ম | শরিয়তপুর, বাংলাদেশ | ফেব্রুয়ারি ১৩, ১৯৮৮
জাতীয়তা | বাংলাদেশী |
অন্যান্য নাম | প্রভা |
নাগরিকত্ব | বাংলাদেশ |
যেখানের শিক্ষার্থী | নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, শান্ত-মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি |
পেশা |
|
কার্যকাল | ২০০৫–বর্তমান |
পরিচিতির কারণ | সিকান্দার বক্স (২০১১)[1] |
দাম্পত্য সঙ্গী |
|
পিতা-মাতা |
|
মডেলিং তথ্য | |
উচ্চতা | ৫ ফুট ৪ ইঞ্চি (১.৬৩ মিটার) |
চুলের রঙ | কালো |
চোখের রঙ | কালো |
প্রাথমিক জীবন
প্রভা ১৩ ফেব্রুয়ারি ১৯৮৮ শরিয়তপুর জেলা, বাংলাদেশে জন্মগ্রহণ করেন। তার মা কল্পনা রহমান একজন প্রাক্তন উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী এবং বাবা মজিবুর রহমান একজন পেশাজীবী। তার দুই বোন ও এক ভাই রয়েছে। তিনি ২০০৬ সালে মোহাম্মদপুর প্রিপারেটরি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এর বিবিএ কোর্সে ভর্তি হন কিন্তু ব্যক্তিগত সমস্যার কারনে তা শেষ করতে অসমর্থ হন। পরবর্তীতে ২০১১ সালে তিনি শান্ত-মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির অধীনে ফ্যাশন ডিজাইনের উপর পড়ালেখা শুরু করেন।
কর্মজীবন
সাদিয়া জাহান প্রভা ২০০৫ সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মাঝে রয়েছে মেরিল, তিব্বত, পন্ডস, বাংলালিংক, জুঁই তেল ইত্যাদি। প্রভা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপনে কাজ করেছেন তারমধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি ভার্সন জেড, হানিমুন, ধুপ ছায়া, লাকি থার্টিন, খুনসুটি ইত্যাদি নাটকে অভিনয় করেছেন। তবে এখনো পর্যন্ত কোন চলচ্চিত্রে কাজ করেননি।
ব্যক্তিগত জীবন
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে সহপাঠী রাজিব আহমেদের সঙ্গে প্রভা ভালবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন এবং ২০১০ সালের ১৬ই এপ্রিল তাদের বাগদান সম্পন্ন হয়। অজ্ঞাত কারণে প্রভা ২০১০ সালের ১৮ই আগস্ট তার সহকর্মী ও জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেন।[2] এতে অপমানিত হয়ে প্রভার একটি আপত্তিকর ভিডিও প্রকাশ করে রাজিব।[3] এর ফলে প্রভার ব্যক্তিগত ও পেশাগত কর্মজীবন ক্ষতিগ্রস্থ হয় এবং এর রেশ ধরে ২১ ফেব্রুয়ারি ২০১১ সালে অপূর্বর সাথে প্রভার বিবাহবিচ্ছেদ হয়।[1] প্রভা তার অভিনয় জীবনে সাময়িক বিরতি আনেন এবং ২০১১ সালের ১৯শে ডিসেম্বর বহুজাতিক কোম্পানি গ্রামীণফোনের কর্মকর্তা মাহমুদ শান্তকে বিয়ে করেন। প্রায় দুই বছর অভিনয় থেকে দূরে থাকার পর ২০১৩ সালের মার্চে রিজওয়ান খান রচিত ও কায়সার আহমেদ পরিচালিত খণ্ড নাটক ‘প্রণয়িনী’ তে অভিনয়ের মাধ্যমে আবার অভিনয়ে ফেরত আসেন।
চলচ্চিত্র তালিকা
টেলিভিশন নাটক
- এক-পর্বের নাটক
- ইউ টার্ন
- দুলহানিয়ার দিলওায়ালা
- হার মানা হার
- শাস্তি
- এক্স ফ্যাক্টর ২
- আমার বাবা
- আশ্চর্য এক রাতের গল্প
- ধুপ ছায়া
- ফেরা
- ঘাসফুল ও নদী
- কাগজের ঘর
- খুনসুটি
- কুয়াশা
- নীলাবতী
- লস প্রজেক্ট
- লাকি থার্টিন
- মালকা বানুর লাভ স্টোরি
- মানুষ
- মনু মিয়ার মালকা বানু
- নেভা দ্বীপ
- পালিয়ে গিয়ে বিয়ে
- পথ জানা নেই
- পরশ পাথর
- রাস্তা
- পয়েন্ট থ্রী
- রিয়া এখন রাজি
- রুমালি
- সোয়া সের
- সুইসাইড
- টি টোয়েন্টি
- টোনা টুনির গল্প
- ভাল থেকো ভাল রেখো
- ভার্সন জেড
- সিকান্দার বক্স এখন কক্সবাজারে
- প্রণয়িনী
- ধারাবাহিক নাটক
- দৈনিক তোলপাড়
- ইট কাঠের খাঁচা
- অপরাজিতা
- এইম ইন লাইফ
তথ্যসূত্র
- "Sadia Jahan Prova - Biography - IMDB"। imdb.com (ইংরেজি ভাষায়)। IMDb। সংগ্রহের তারিখ জুলাই ২৫, ২০১২।
- "Apurba, Prova post-wedding"। দ্য ডেইলি স্টার (বাংলাদেশ)। ঢাকা। আগস্ট ২৪, ২০১০। সংগ্রহের তারিখ মে ১২, ২০১৫।
- "তারকা দম্পত্তিদের যত বিচ্ছেদ"। একুশে টিভি। ১০ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৮।