সাঈদ এস্কান্দার

সায়্যিদ ইস্কান্দার (১৩ জানুয়ারী ১৯৫৩ - ২৩ সেপ্টেম্বর ২০১২) ছিলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলবিএনপির রাজনীতিবিদ এবং ফেনী -১ এর সাবেক সংসদ সদস্য। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ভাই।[1]

সায়্যিদ ইস্কান্দার
ফেনি-১ থেকে
সংসদ সদস্য
কাজের মেয়াদ
২০০১  ২০০৮
পূর্বসূরীখালেদা জিয়া
উত্তরসূরীখালেদা জিয়া
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৫৩-০১-১৩)১৩ জানুয়ারি ১৯৫৩
দিনাজপুর, বাংলাদেশ
মৃত্যু২৩ সেপ্টেম্বর ২০১২(2012-09-23) (বয়স ৫৯)
নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল

প্রথম জীবন

ইস্কান্দার ১৩ জানুয়ারি ১৯৫৩ সালের দিনাজপুরে জন্মগ্রহণ। তিনি ১৯৬৯ সালে বাংলাদেশ ছাত্রলীগের দিনাজপুর মহানগরীর সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে পদোন্নতি পান।

পেশা

তিনি ১৯৭৪ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। মেজর পদে ১৯৮২ সালে তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন এবং ফেনী -১ থেকে সংসদে নির্বাচিত হন। তিনি ইসলামিক টেলিভিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।

মৃত্যু

২৩ সেপ্টেম্বর ২০১২ সালে ফুসফুসের ক্যান্সারে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তিনি মারা যান। তাকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়।[2]

তথ্যসূত্র

  1. "Ex-MP Sayeed Iskander passes away"thedailystar.net। The Daily Star। ২৪ সেপ্টেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৬
  2. "Sayeed Iskander laid to rest"thedailystar.net। The Daily Star। ২৭ সেপ্টেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.