সরকারি বঙ্গবন্ধু কলেজ
সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ বাংলাদেশের একটি সরকারি কলেজ । এই কলেজটি সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ নামে পরিচিত। [1] আধুনিক সুযোগ সুবিধা সহ শ্রেণীকক্ষ, গবেষণাগার, গ্রন্থাগার এবং সাধারণ কক্ষ রয়েছে। কলেজ রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্ত ফলে কলেজটি উপজেলার অন্যতম কলেজের স্বীকৃতি পেয়েছে। [2]
![]() | |
ধরন | সরকারি কলেজ |
---|---|
স্থাপিত | ১৯৫০ |
অধ্যক্ষ | প্রফেসর এম.এ.হাই |
ঠিকানা | দক্ষিণে জেলা জজ কোর্ট,
গোপালগঞ্জ সদর, , , |
শিক্ষাঙ্গন | শহর |
সংক্ষিপ্ত নাম | ব.ক |
অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
ওয়েবসাইট | www |
ইতিহাস
১৯৫০ ইং সালে প্রতিষ্ঠিত ইন্টারমিডিয়েট কলেজ হিসাবে আই.এ. ও আই.কম. ক্লাস চালু করা হয় ৷ নামকরণ করা হয় 'কায়েদে আজম মেমোরিয়াল কলেজ' ৷ কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন 'বাবু পবিত্র কুমার দাস গুপ্ত' ৷ ১৯৫৮ ইং সালে বি.এ. ১৯৯৬ ইং সালে বি.কম. এবং ১৯৭০ ইং সালে বি.এস.সি. ক্লাস চালু হয় ৷ ১৯৭১ ইং সালে স্বাধীনতার পরবর্তী কালে কলেজটির নামকরন করা হয় বঙ্গবন্ধু মহাবিদ্যালয় ৷ ১৯৭৪ ইং সালে এপ্রিল কলেজটিকে সরকারি করণ করা হয় ৷ নামকরণ হয় সরকারি বঙ্গবন্ধু কলেজ ৷ [3]
প্রতিষ্ঠা সংক্ষিপ্ত বর্ণনা
গোপালগঞ্জ জেলা সদরে অবস্থিত পশ্চিমে মরা মধুমতি নদী, দক্ষিণে জেলা জজকোর্ট ৷ একাদশ ও স্নাতকসহ ১৩ টি বিষয়ে অনার্স, ১০ টি বিষয়ে মাস্টার্স এ পাঠদান করা হয় ৷ দই টি ছাত্র হোস্টেল ও তিন টি ছাত্রী হোস্টেল ভবন সহ ১৩ টি পাকা ভাবন রয়েছে ৷ কলেজের জমির পরিমান ৫.৭০ একর ৷ [4]
অনুষদ সুমহ
- বাংলা,
- ইংরেজি,
- ইতিহাস,
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি,
- দর্শন,
- আরবি,
- ইসলামিক স্টাডিজ,
- সংস্কৃত,
- পালি,
- অর্থনীতি,
- রাষ্ট্রবিজ্ঞান,
- হিসাববিজ্ঞান,
- ব্যবস্থাপনা,
- মার্কেটিং
- ফিন্যান্স এন্ড ব্যাংকিং[5]
ভবিষৎ পরিকল্পনা
সকল দিক দিয়ে একটি আদর্শ কলেজ হিসাবে গড়ে তোলা ৷
অর্জন
এইচ.এস.সি পরীক্ষায় এ+, স্নাতক (পাস), স্নাতক সম্মান ও স্নাতকোত্তর শ্রেণীতে প্রথম শ্রেণীসহ পাসের হার উল্লেখযোগ্য৷
অবস্থান
সরকারি বঙ্গবন্ধু কলেজ
দক্ষিণে জেলা জজ কোর্ট,
গোপালগঞ্জ সদর,
গোপালগঞ্জ-৮১০০
বাংলাদেশ
আরও দেখুন
তথ্যসূত্র
- গোপালগঞ্জ জেলা বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
- সরকারি বঙ্গবন্ধু কলেজ
- সরকারি বঙ্গবন্ধু কলেজ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
- ২০১২ সালের স্নাতকোত্তর ১ম পর্ব প্রাইভেট কোর্সে রেজিস্ট্রেশনের তথ্য৷ দৈনিক প্রথম আলো
- ২০১২ সালের স্নাতকোত্তর ১ম পর্ব প্রাইভেট কোর্সে রেজিস্ট্রেশনের তথ্য দৈনিক প্রথম আলো