সমুদ্র গুপ্ত (কবি)

সমুদ্র গুপ্ত (২৩শে জুন, ১৯৪৬, হাসিল, সিরাজগঞ্জ - ১৯শে জুলাই, ২০০৮, বেঙ্গালুরু, ভারত) একজন বাংলাদেশী কবি,কলামিস্ট ও লেখক। সমুদ্র গুপ্ত তার ছদ্মনাম; তিনি ষাটের দশকের মাঝামাঝি থেকে এই ছদ্মনামে কবিতা, গল্প, সমালোচনা প্রবন্ধ, নিবন্ধ, কলাম ইত্যাদি লিখে আসছেন। তার প্রকৃত পারিবারিক নাম আব্দুল মান্নান বাদশা।

সমুদ্র গুপ্ত
জন্ম২৩শে জুন, ১৯৪৬
মৃত্যু১৯শে জুলাই, ২০০৮
পেশাসাহিত্য
কবি
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশ

কর্মজীবন

বিভিন্ন পেশায় সমুদ্র গুপ্তের জীবন কেটেছে। জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি ছিলেন প্রেসের কমর্চারী, করাতকলের ম্যানেজার, জুটমিলের বদলি শ্রমিক, উন্নয়ন সংগঠনের নিবাহী, ওষুধ ও চিকিৎসা ব্যবসা, প্রুফ রিডার, সাংবাদিকতা, কবি ও পেশাদার লেখক।

সাহিত্যজীবন

সমুদ্র গুপ্ত বাংলাদেশের কবিতায় ষাটের দশক থেকে লেখালেখিতে সচল হলেও তার প্রথম কাব্যগ্রন্থ রোদ ঝলসানো মুখ প্রকাশিত হয় ১৯৭৭ সালে। পেশাগত জীবনের নানামাত্রিক জটিলতার মধ্য দিয়ে অগ্রসর হতে হয়েছে এই কবিকে। ফলে তিনি নিরন্তর সাহিত্যচর্চায় মনোনিবেশ করতে পারেন নি। তারপরও তিনি সাহিত্যচর্চা অব্যাহত রেখেছিলেন জীবনের শেষদিন পর্যন্ত। আশাবাদী-আদর্শে বিশ্বাসী সমুদ্র গুপ্ত সচেতনভাবে নিজের কবিতায় জটিলতা বর্জন করেছেন এবং পাঠকের নিকট বাংলা-কবিতার ‘সহজিয়া’-সুরের আবেদন পৌঁছে দিতে সক্ষম হয়েছেন। তথাকথিত আধুনিক বাংলা-কবিতার দুর্বোধ্যতা অতিক্রমের ক্ষেত্রে তার ‘সহজ ও আপন সুর অন্বেষণ’ সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বিবেচিত।[1]

সাহিত্যকর্ম

কাব্যগ্রন্থ

  • রোদ ঝলসানো মুখ ১৯৭৭
  • স্বপ্নমঙ্গল কাব্য ১৯৮৭
  • এখনো উত্থান আছে ১৯৯০
  • চোখে চোখ রাখে ১৯৯১
  • একাকী রৌদ্রের দিকে ১৯৯২
  • শেকড়ের শোকে ১৯৯৩
  • ঘাসপাতার ছুরি ১৯৯৮
  • সাত সমুদ্র নদীও বাড়িতে ফেরে
  • ছড়িয়ে ছিনিয়ে সেই পথ
  • চলো এবার গাছে উঠি
  • হাতে হাতে তুলে নিলে এই বাংলার মাটি রক্তে ভিজে যায়
  • তাহলে উঠে দাড়াবো না কেন
  • খালি হয়ে গেছে মাথা শুধু ওড়ে

নিবন্ধ গ্রন্থ

ডিসেম্বরের রচনা (শত্রুতা চিহ্নিতকরণ ও শত্রুতা বিকাশ প্রকল্প)

সম্পাদনা গ্রন্থ

বাংলাদেশে বঙ্কিম

অন্যান্য

হিন্দি, উর্দু, অসমীয়া, নেপালি, সিংহলি, ফরাসি, ইংরেজি, নরওয়েজীয়, চীনাজাপানি ভাষায় সমুদ্র গুপ্তের বহু কবিতা অনুদিত ও প্রকাশিত হয়েছে।

পুরস্কার

কবিতার জন্য হুমায়ুন কবির পুরস্কার, যশোর সাহিত্য পরিষদ পুরস্কার, কবি বিষ্ণু দে পুরস্কার (ভারত)। ভারতের ত্রিপুরা সরদার প্রদত্ত ভাষা দিবসসহ অসংখ্য সম্মাননা সংবর্ধনায় ভূষিত হয়েছেন কবি সমুদ্র গুপ্ত।

তথ্যসূত্র

  1. অনুপম হাসান [ওরফে হাসান ফরিদ], ‘সহজ ও আপন সুর অন্বেষণ : সমুদ্র গুপ্তর কবিতা’, হামিদ রায়হান সম্পাদিত, উত্তর পুরুষ [কবি সমুদ্রগুপ্ত সংখ্যা], ঢাকা : আগস্ট ২০০২
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.