সফিউর রহমান মোবারকপুরী

সফিউর রহমান মোবারকপুরী (১৯৪৩-২০০৬) (আরবী: صفي الرحمن المباركفوري) পুরো নাম সফিউর রহমান ইবনে আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ আকবর ইবনে মোহাম্মদ আলী ইবনে আব্দুল মোমেন মোবারকপুরী আযমী[2] তিনি একজন স্বনামধন্য ইসলামিক লেখক এবং ভারত উপমহাদেশের বিখ্যাত মুহাদ্দিস বা হাসিদবেত্তা। তার লেখা রাসূল সা: এর জীবনী গ্রন্থ আর-রাহিকুল মাখতুম সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় এবং বহু ভাষায় অনুদিত একটি বই।

সফিউর রহমান মোবারকপুরী
صفی الرحمن مبارکپوری
জন্ম৬ই জুন ১৯৪৩
মুবারকপুর, উত্তর প্রদেশ, ভারত
মৃত্যু১ ডিসেম্বর ২০০৬(2006-12-01) (বয়স ৬৩)[1]
পেশালেখক, গবেষক, মুহাদ্দিস
জাতীয়তাভারতীয়
উল্লেখযোগ্য রচনাবলিআর রাহিকুল মাখতুম
উল্লেখযোগ্য পুরস্কারFirst Prize by the Muslim World League

তার জন্ম ১৯৪২ সালের ৪ই জুন ভারতের আযমগড় জেলার হোসাইনাবাদের মোবারকপুরে। ছোটবেলায় তিনি স্থানীয় শিক্ষকদের কাছে লেখাপড়া করেন এবং আরবী ভাষা, ব্যকরণ, সাহিত্য, ফেকাহ, উছুলে ফিকাহ, তাফসীর, হাদীস ইত্যাদি বিষয়ে জ্ঞান শিক্ষা করেন।[3] ১৯৬১ সালে তিনি শরীয়াহ বিষয়ে উচ্চতর ডিগ্রী লাভ করেন এবং মাদ্রাসায় শিক্ষকতা ও লেখালেখি শুরু করেন। ১৯৮৮ সাল হতে তিনি মদীনাস্থ আন্তজার্তিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে রাসূল সা: বিষয়ক গবেষণা ইন্সটিটিউটে কর্মরত থাকেন। ২০০৬ সালের ১লা ডিসেম্বর তার ইন্তোকল হয়।[4][5]

উল্লেখযোগ্য গ্রন্থ

তার বিখ্যাত গ্রন্থসমূহের একাংশ হল: ১. আর্-রাহীকুল মাখতূম (আরবী এবং উর্দু)[6][7][8] ২. মক্কা শরীফের ইতিহাস ৩. মদীনা শরীফের ইতিহাস ৪. মিসবাহুল মুনীর(তাফসীরে ইবনে কাছীরের সংক্ষিপ্ত রুপ) ৫. মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের জীবনী[9]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. Biography of Safiur Rahman Mubarakpuri (আরবি)
  2. ইসলামিক স্কলারদের তালিকা
  3. মোবারকপুরী, সফিউর রহমান। আর্‌-রাহীকুল মাখতূম। আলকুরআন একাডেমী পাবলিকেশন্স।
  4. صفي الرحمن المباركفوري এর আরবী উইকিপিডিয়া পাতা
  5. "Shaikh Safi-ur-Rahman Mubarakpuri"islamivoice
  6. "The Sealed Nectar English PDF"Translated Book। Dar us Salam। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৩
  7. "The Sealed Nectar in PDF." (PDF)। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৩
  8. "A complete authoritative book on the life of Prophet Muhammad (S) by Sheikh Safi-ur-Rahman al-Mubarkpuri"। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৩
  9. "Safiy al-Rahman al-Mubarakfuri"www.goodreads.com। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-০১
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.