সফটল্যান্ডিং লিনাক্স সিস্টেম

সফটল্যান্ডিং লিনাক্স সিস্টেম (এসএলএস) ছিলো প্রথম দিককার গ্নু /লিনাক্স ডিস্ট্রিবিউশন। এটার নির্মাতা পিটার ম্যাকডোনাল্ড, যেটি তিনি মে ১৯৯২ সালে নির্মাণ করেন।[1] অই সময় তাদের স্লোগান ছিলো "Gentle Touchdowns for DOS Bailouts" (ডসের ব্যবসায়িক অবনতিতে হালকা ছোয়া)।

সফটল্যান্ডিং লিনাক্স সিস্টেম

এসএলএস ছিলো প্রথম কোন বিস্তৃত লিনাক্স ডিস্ট্রিবিউশন, যেখানে লিনাক্স কার্নেল, গ্নু, এবং অন্যান্য প্রাথমিক ইউটিলিটির বাইরেও বেশি কিছু ছিলো, উদাহরণস্বরূপ এক্স উইন্ডো সিস্টেম[2]

ইতিহাস

অই সময় এসএলএস ছিলো সবচেয়ে বেশি জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রিবিউশন, কিন্তু এটা বাগি হিসেবে ব্যবহারকারীগণ কর্তৃক সমালোচিত হলো। এবং অতি সত্তর স্ল্যাকওয়্যার এটাকে ছাপিয়ে গেলো।

একইভাবে আয়ান মারডকের এসএলএসের সাথে বাজে অভিজ্ঞতাই তাকে ডেবিয়ান প্রকল্পের সূচনা করতে উৎসাহ যোগায়।[3]

তথ্যসূত্র

  1. গ্নু/লিনাক্স ডিস্ট্রিবিউশন টাইমলাইন, সংস্করণ ১১.০৪ — এ. লুনডকভিস্ট, ডি. রোডিক
  2. বারলিচ, রুডিগার (এপ্রিল ২০০১)। "ALL YOU NEED TO KNOW ABOUT... The early history of Linux, Part 2, Re: distribution" (PDF)লিনাক্স ইউজার। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৩This was followed shortly after by the Softlanding Linux System (SLS), founded by Peter McDonald, which was the first comprehensive distribution to contain elements such as X and TCP/IP,...
  3. Murdock, Ian A. (১৬ আগস্ট ১৯৯৩)। "NNTP Subject: New release under development; suggestions requested"। সংগ্রহের তারিখ ২০০৭-০৮-১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.