গিটহাব
গিটহাব, ইংক. সফটওয়্যার সংস্করণ নিয়ন্ত্রণ প্রোগ্রাম গিট ব্যবহার করে সংস্করণ নিয়ন্ত্রনের জন্যে একটি ওয়েব-ভিত্তিক হোস্টিং সেবা। এটি বর্তমানে মাইক্রোসফটের অধীনস্ত একটি কোম্পানি, মাইক্রোসফট যেটি ২০১৮ সালে ৭.৫ বিলিয়ন ডলারে ক্রয় করে নেয়। গিটের সমস্ত বিতরণকৃত সংস্করণ নিয়ন্ত্রন ও সোর্স কোড ব্যবস্থাপনা কৃত্য এতে রয়েছে, সাথে রয়েছে এর নিজস্ব কিছু সুবিধা, যেমন- বাগ ট্র্যাকিং, ফিচার রিকুয়েস্ট, প্রত্যাকটা প্রকল্পের নিজস্ব উইকি ইত্যাদি। [3]
![]() ![]() | |
ব্যবসার প্রকার | অধীনস্ত |
---|---|
সাইটের প্রকার | গিট-রিপোজিটরি হোস্টিং সেবা |
উপলব্ধ | ইংরেজি |
প্রতিষ্ঠা | ৮ ফেব্রুয়ারি ২০০৮ (লজিক্যাল্ অসাম এলএলসি হিসেবে) |
সদরদপ্তর | স্যান ফ্রেন্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র |
পরিবেষ্টিত এলাকা | বিশ্বব্যাপী |
প্রতিষ্ঠাতা(গণ) | টম প্রস্টন-ওয়ারনার ক্রিস ওয়ানস্ট্রথ পি.জে. হায়েট স্কট চকন |
প্রধান নির্বাহী কর্মকর্তা | নাট ফ্রাইডম্যান |
প্রধান ব্যক্তি | পি.জে. হায়েট (প্রধান পরিচালন কর্মকর্তা) |
শিল্প | সফটওয়্যার |
কর্মচারী | ৮০০[1] |
ধারক কোম্পানী | মাইক্রোসফট (২০১৮-বর্তমান) |
ওয়েবসাইট | github |
অ্যালেক্সা অবস্থান | ![]() |
নিবন্ধন | ঐচ্ছিক (প্রকল্প তৈরী ও তাতে যুক্ত হতে লাগে) |
ব্যবহারকারী | ৩.১ কোটি (অক্টোবর ২০১৮) |
চালুর তারিখ | ১০ এপ্রিল ২০০৮ |
বর্তমান অবস্থা | সক্রিয় |
প্রোগ্রামিং ভাষা | রুবি |
কোম্পানির বিষয়সমূহ
সাংগঠনিক কাঠামো
গিটহাব ইনকর্পোরেটেড মূলত কোন মধ্যবর্তী ব্যবস্থাপকের অস্তিত্ব ব্যতীত একটি সমতল সংগঠন, অন্যভাবে বললে, "প্রত্যেকেই একজন পরিচালক"। [4] কর্মীরা তাদের পছন্দের যেকোন পছন্দের বিষয় নিয়ে কাজ করতে পারতেন, তবে বেতন-ভাতা নির্ধারণ করতেন প্রধান নির্বাহী।[5]
২০১৪ সালে গিটহাবে মধ্যবর্তী ব্যবস্থাপনার সূচনা করা হয়। [6]
অর্থায়ন
গিটহাব একটি বুটস্ট্র্যাপড স্টার্ট-আপ ব্যবসায় ছিলো, যেটি এর প্রথম দিকের বছরগুলোতে এর তিনজন উদ্যোক্তার জন্য পর্যাপ্ত লভ্যাংশের ব্যবস্থা করতে পারতো, এবং এটি এরপর নতুন কর্মী নিয়োগ দেয়া শুরু করে। [7] জুলাই ২০১২, কোম্পানিটির গোড়াপত্তনের চার বছর পরে অ্যান্ড্রেসন হোরোভিটস এতে ১০০ মিলিয়ন ডলার উদ্যোগ মূলধন হিশেবে বিনিয়োগ করেন।[3] ২০১৫ সালে গিটহাব সিরিজ বি রাউন্ডের মাধ্যমে আরও ২৫০ মিলিয়ন উদ্যোগ মূলধন সংগ্রহ করেছিলো। বিনিয়োগকারীদের মধ্যে ছিলেন সিকোইয়া ক্যাপিটেল, অ্যান্ড্রেসন হোরোভিটস, থ্রাইভ ক্যাপিটেল, ও অন্য কিছু উদ্যোগ মূলধন ফান্ডসমূহ।[8] আগস্ট ২০১৬ মোতাবেক, গিটহাব গিটহাব বার্ষিক পুনরাবৃত্তি উপার্জনে ১৪ মিলিয়ন ডলার উপার্জন করছিল।[9]
মাস্কট
গিটহাবের মাস্কটহলো মানুষের মত একটি "অক্টোক্যাট", যার অক্টোপাসের মত পাঁচটি বাহু রয়েছে।

তথ্যসূত্র
- "গিটহাব সম্পর্কে"। গিটহাব।
- "Github.com Traffic, Demographics and Competitors - Alexa"। www.alexa.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৯।
- উইলিয়ামস, অ্যালেক্স (৯ জুলাই ২০১২)। "GitHub Pours Energies into Enterprise – Raises $100 Million From Power VC Andreessen Horowitz"। টেকক্রাঞ্চ।
- তোমাকো, রায়ান (২ এপ্রিল ২০১২)। "কি না বলে, কীভাবে দেখাও - ব্যবস্থাপনার একটি পদ্ধতি"। সংগ্রহের তারিখ আগস্ট ২৮, ২০১৩।
- Hardy, Quentin। "Dreams of 'Open' Everything"। New York Times।
- ইভিলিন, রুজলি (জুলাই ১৭, ২০১৪)। "Harassment claims make startup GitHub grow up"। দ্যা ওয়ালস্ট্রিট জার্নাল। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৯।
- মাইকেল, কার্নি (জুন ২০, ২০১৩)। "GitHub CEO explains why the company took so damn long to raise venture capital"। পান্ডোডেইলি। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৯।
- Lardinois, Frederic। "GitHub Raises $250M Series B Round To Take Risks"। TechCrunch। সংগ্রহের তারিখ জুলাই ৪, ২০১৬।
- প্লাসিং, মর্টিজ। "GitHub is making $140M in ARR"। Medium। ২৬ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
![]() |
উইকিউপাত্তে এ বিষয়ে একটি সম্পত্তি রয়েছে, P2037, গিটহাব-এর জন্য (ব্যবহার দেখুন) |
![]() |
উইকিমিডিয়া কমন্সে গিটহাব সংক্রান্ত মিডিয়া রয়েছে। |