সতীনাথ মুখোপাধ্যায়
সতীনাথ মুখোপাধ্যায় (৭ জুন ১৯২৫ - ১৩ ডিসেম্বর ১৯৯২)[1] একজন খ্যাতিমান বাঙালি কণ্ঠশিল্পী, গীতিকার ও সঙ্গীত পরিচালক ছিলেন। [2] তিনি আধুনিক বাংলা গান, নজরুল সংগীত ও গজল শিল্পী হিসেবে পরিচিত ছিলেন।
সতীনাথ মুখোপাধ্যায় | |
---|---|
জন্ম | ৭ জুন ১৯২৫ |
মৃত্যু | ১৩ ডিসেম্বর ১৯৯২ |
পেশা | সংগীত শিল্পী |
প্রথম জীবন
সতীনাথ মুখোপাধ্যায় ১৯২৫ সালে ভারতের লক্ষ্ণৌতে জন্মগ্রহণ করেন। তার বাবা তারকচন্দ্র মুখোপাধ্যায়। [3] পিতার চাকরিসূত্রে লক্ষ্ণৌতে জন্ম হলেও ছোটবেলাতেই সতীনাথ চলে আসেন হুগলির চুঁচুড়ায়। এখানেই তার বেড়ে ওঠা ও বিএ পর্যন্ত লেখাপড়া সম্পন্ন করেন। এরপর এমএ পড়ার জন্য কলকাতা আসেন।
ছোটবেলা থেকেই সতীনাথ সংগীতানুরাগী ছিলেন ও শাস্ত্রীয় সঙ্গীত, ধ্রুপদ-ধামার-টপ্পা শেখেন। তার ঠাকুরদা রামচন্দ্র বেহালা বাজাতেন ও বাবা তারকচন্দ্র গান গাইতেন। তবে কেউ পেশাদারি ছিলেন না। কলকাতায় এসে পড়া বাদ দিয়ে সতীনাথ চিন্ময় লাহিড়ীর কাছে শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করেন। কর্মজীবনে যোগদান করেন কলকাতার অ্যাকাউন্টেন্স জেনারেল (এজি বেঙ্গল) এ।
সংগীত চর্চা
ব্যাক্তিগত জীবন
১৯৬৮ সালে সতীনাথ সংগীত শিল্পী উৎপলা সেন এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
জনপ্রিয় গানসমূহ
- আকাশ এত মেঘলা
- জীবনে যদি দ্বীপ
- মরমীয়া তুমি
- পাষানের বুকে
- ও আকাশ প্রদীপ
- জানি একদিন
- তুমি সুন্দর তাই চেয়ে থাকি
- কত না হাজার ফুল
- হায় বরষা
- এখনো আকাশ
- বন্ধু হয় অনেকে
মৃত্যু
১৯৯২ সালের ১৩ ডিসেম্বর সতীনাথ মুখোপাধ্যায় কলকাতায় পিজি হাসপাতালে বক্ষ ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন। [2]
আরও দেখুন
তথ্যসূত্র
- সংসদ বাঙালি চরিতাভিধান, সম্পাদনাঃ অঞ্জলি বসু, ২য় খণ্ড, চতুর্থ সংস্করণ, সাহিত্য সংসদ, ২০১৫, কলকাতা
- মুখোপাধ্যায়, দেবশঙ্কর (২১ মার্চ ২০১৫)। "যে দিন রব না আর... সতীনাথ মুখোপাধ্যায় ও উৎপলা সেন। ওঁরাই কি বাংলা গানের উত্তম-সুচিত্রা?"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৫।
- "Biography of Satinath Mukhopadhyay"। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৫।