সজারুর কাঁটা (১৯৭৪-এর চলচ্চিত্র)
সজারুর কাঁটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বক্সিকে নিয়ে লেখা রহস্য গল্প সজারুর কাটার উপর ভিত্তি করে নির্মিত একটি চলচ্চিত্র যা ১৯৭৪ সালে বাংলা ভাষায় মুক্তি পায়।[1] অভিনেত্রী মঞ্জু দে ছবিটি পরিচালনা করেন।[2]
সজারুর কাঁটা | |
---|---|
পরিচালক | মঞ্জু দে |
প্রযোজক | মঞ্জু দে |
উৎস | সজারুর কাঁটা, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | সুধীন দাশগুপ্ত |
চিত্রগ্রাহক | অনিল গুপ্ত জ্যোতি লাহা |
সম্পাদক | মঞ্জু দে |
প্রযোজনা কোম্পানি | স্টার প্রডাকশন |
মুক্তি | ২৭ সেপ্টেম্বর ১৯৭৪ |
ভাষা | বাংলা |
অভিনেতা ও অভিনেত্রী
- শ্যামল ঘোষাল (ব্যোমকেশ )[1]
- শৈলেন মুখার্জি (অজিত)
- পাহাড়ী সান্যাল
- তরুণ কুমার
- শম্ভু ভট্টাচার্য
- গীতা দে
- মঞ্জু দে
তথ্য়সুত্র
- "SHAJARUR KANTA - 1974 film information"। citwf। ২৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৯।
- "About Shajarur Kanta"। Gomolo। ২৪ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৯।
- http://play.raaga.com/bengali/album/Sajarur-Kanta-songs-B0000894
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.