সগুনা ইউনিয়ন
সগুনা উইনিয়ন বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার একটি প্রশাসনিক এলাকা। ==অবস্থান== তাড়াশ থানা থেকে ৫ কিঃমিঃ পশ্চিমে অবস্থান। যার পূর্বে তাড়াশ ও মাগুরা,দক্ষিণে গুরুদাসপুর থানার মসিন্দা,পশ্চিমে গুরুদাসপুর থানার খুবজিপুর এবং উত্তরে তাড়াশ থানার বারুহাস ইউ'পি অবস্থান।
সগুনা | |
---|---|
ইউনিয়ন | |
জাতীয় তথ্য বাতায়ন | |
দেশ | ![]() |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | সিরাজগঞ্জ জেলা |
উপজেলা | তাড়াশ উপজেলা ![]() |
সরকার | |
আয়তন | |
• মোট | ২৯৭.২০ কিমি২ (১১৪.৭৫ বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৬৭৮০ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
ইতিহাস
প্রশাসনিক কাঠামো
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.