শ্রুতকীর্তি

হিন্দু মহাকাব্য রামায়ণ অনুসারে রাজা কুশধ্বজ ও তার স্ত্রী রাণী চন্দ্রভাগার কনিষ্ঠ কন্যা ছিলেন শ্রুতকীর্তি৷ কুশধ্বজ ছিলেন রামায়ণের মূল চরিত্র রামের স্ত্রী সীতার পালকপিতা জনকের অনুজ৷ শ্রুতকীর্তি বর্তমান সপ্তরী জেলার রাজবিরাজ অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন বলে অনুমান করা হয়৷ রাজা কুশধ্বজ ঐ অঞ্চলেই রাজত্ব করতেন৷ ইতিহাসিক সুত্রমতে তাদের পারিবারিক ছিলো বর্তমান রাজদেবী মন্দির বা তার আশেপাশে৷ তিনি রামের অনুজ শত্রুঘ্নকে বিবাহ করেন৷ তাদের শত্রুঘাতী ও সুবাহু নামে দুই পুত্র সন্তান হয়৷ শ্রুতকীর্তির সহোদরা মাণ্ডবী রাজা কুশধ্বজের জ্যেষ্ঠ কন্যা৷[1]

শ্রুতকীর্তি
বিবাহমঞ্চে রাজা দশরথের চারপুত্র ও চারপুত্রবধু
তথ্য
পরিবারকুশধ্বজ (পিতা)
চন্দ্রভাগা (মাতা)
শত্রুঘাতী ও সুবাহু (পুত্র)
মাণ্ডবী (সহোদরা), সীতাঊর্মিলা (বোন)
দাম্পত্য সঙ্গীশত্রুঘ্ন

তথ্যসূত্র

  1. Praśānta Guptā (১৯৯৮)। Vālmīkī Rāmāyaṇa। Dreamland Publications। পৃষ্ঠা 32। আইএসবিএন 9788173012549।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.