শ্রীমঙ্গল সরকারি কলেজ
শ্রীমঙ্গল সরকারি কলেজ ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৮৫ সালে এটিকে সরকারিকরণ করা হয়।৬০০০[1] এর অধিক ছাত্র-ছাত্রীও ৪৬টি শিক্ষকের পদের বিপরীতে কলেজটিতে উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) পর্যায়ের শিক্ষাদান চলছে।[2] কলেজের একাডেমিক তথ্য: কলেজ প্রতিষ্ঠা কাল ১.৭.১৯৬৯খ্রি. কলেজ জাতীয় করন:১.৭.১৯৮৫খ্রি. ভূমির পরিমান:৫একর(চারদিকে সীমানা প্রাচীর ঘেরা) ,কলেজে আধাপাকা ভবন৪টি।
স্থাপিত | ১৯৬৯ |
---|---|
অধ্যক্ষ | আবুল কালাম আজাদ |
শিক্ষায়তনিক কর্মকর্তা | ৪৬ |
শিক্ষার্থী | ৬৬৫০ |
অবস্থান | , ২৪.৩১৪৩৯° উত্তর ৯১.৭৪১২৬° পূর্ব |
ওয়েবসাইট | www |
রোভার ড্রেন ১টি পাকা ভবন ৩টি। প্রশাসনিক ভবন ১টি। তবিএনসিসি প্লাটুন কক্ষ ১টি। সুসজ্জিত বাগান একটি কলেজ গেইট দুটি।
শাখাসমূহ
স্নাতক (পাস)কোর্সের শাখাসমূহ:
- ক)বিএ আসন৩০০টি
- খ)বিএসএস এ
- গ)বিবিএ। এ
- ঘ)বিএসসি আসন ৩০০টি
স্নাতক(সম্মান)কোর্স সমূহ:
- ক)রাষ্ট্রবিজ্ঞান। আসন ৭০টি।
- খ)হিসাববিজ্ঞান। ১০০
- গ)ইতিহাস। ৫০
- ঘ)দর্শন ৫০
- ঙ)গনিত। ৫০
- চ)ব্যবস্তাপনা ৫০টি
অধ্যক্ষ হিসাবে আছেন প্রফেসর স্বপন কান্তুি বড়ুয়া।[3]
তথ্যসূ্ত্র
- শ্রীমঙ্গল সরকারি কলেজ (১ জুন ২০১৭)। নির্দেশিকা।
- "কলেজের বিস্তারিত"। ৪ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "উপাধ্যক্ষ,"। ৪ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.