শ্যামল কুমার সেন
শ্যামল কুমার সেন (জন্মঃ ২৫ নভেম্বর, ১৯৪০) ইনি একজন ভারতীয় বাঙালি, এলাহাবাদ হাইকোর্টের প্রধাণ বিচারক ও কলকাতা হাইকোর্টের বিচারক ছিলেন। ১৯৯৯ সালের মে মাসে পশ্চিমবঙ্গের গভর্নর নিযুক্ত হন ।
শ্যামল কুমার সেন | |
---|---|
শ্যামল কুমার সেন, একাডেমী অফ ফাইন আর্টস, কলকাতা । | |
২১ তম গভর্নর, পশ্চিমবঙ্গ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ২৫ নভেম্বর ১৯৪০ |
জাতীয়তা | ভারতীয় |
প্রাক্তন শিক্ষার্থী | শৈলেন্দ্র সরকার বিদ্যালয়, স্কটিশচার্চ কলেজ, কলিকাতা বিশ্ববিদ্যালয় |
পেশা | আইনজীবী, রাজনীতিবিদ |
ধর্ম | হিন্দু |
শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ে শিক্ষালাভ করার পর স্কটিশচার্চ কলেজ থেকে স্নাতক হন। পরবর্তী সময়ে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে উচ্চশিক্ষা লাভ করেন।
তথ্যসূত্র
- "Hon'ble Mr. Justice Shyamal Kumar Sen"। High Court of Judicature at Allahabad। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৩।
Served as the Governor of West Bengal from May 18, 1999 to Dec 4, 1999.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.