শেস-রাব-'ব্যুং-গ্নাস
শেস-রাব-'ব্যুং-গ্নাস (ওয়াইলি: shes rab byung gnas) (১৫৯৬-১৬৫৩) তিব্বতের ঙ্গোর-এ-বাম-ছোস-ল্দান বৌদ্ধবিহারের অষ্টাদশ প্রধান বা ঙ্গোর-ছেন ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী
শেস-রাব-'ব্যুং-গ্নাস ১৫৯৬ খ্রিষ্টাব্দে তিব্বতের সা-স্ক্যা বৌদ্ধবিহারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল কুন-দ্গা'-দ্পাল (ওয়াইলি: kun dga' dpal) এবং মাতার নাম ছিল পে-মা-ত্শে-রিং (ওয়াইলি: pe ma tshe ring)। নয় বছর বয়সে তিনি ঙ্গোর-এ-বাম-ছোস-ল্দান বৌদ্ধবিহারে কুন-দ্গা'-ব্সোদ-নাম্স-ল্হুন-গ্রুব নামক চতুর্দশ ঙ্গোর-ছেনের নিকট দীক্ষালাভ করেন। তিনি বারো বছর বয়সে ব্দাগ-ছেন-কুন-দ্গা'-ব্ক্রা-শিস (ওয়াইলি: bdag chen kun dga' bkra shis) ও দ্কোন-ম্ছোগ-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: dkon mchog rgyal mtshan) নামক দুই ভিক্ষুর নিকট শিক্ষার্থীর শপথ ও একুশ বছর বয়সে কুন-দ্গা'-ব্সোদ-নাম্স-ল্হুন-গ্রুব নামক পঞ্চদশ ঙ্গোর-ছেনের নিকট ভিক্ষুর শপথ গ্রহণ করেন। তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন দ্পাল-ল্দান-দোন-গ্রুব নামক ষোড়শ ঙ্গোর-ছেন, ম্খাস-গ্রুব-দ্পাল-ল্দান-দোন-গ্রুব (ওয়াইলি: mkhas grub dpal ldan don grub), ব্লো-পা-স্প্যান-ল্ঙ্গার-কুন-দ্গা'-দোন-গ্রুব (ওয়াইলি: blo pa spyan lngar kun dga' don grub) প্রভৃতি। ১৬২৫ খ্রিষ্টাব্দে তিনি ঙ্গোর-এ-বাম-ছোস-ল্দান বৌদ্ধবিহারের অষ্টাদশ প্রধান হিসেবে নির্বাচিত হন এবং এই পদে তিনি ১৬৫৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত থাকেন। ১৬৩২ খ্রিষ্টাব্দে তিনি ঝ্বা-লু বৌদ্ধবিহারের প্রধান নির্বাচিত হন। তার উল্লেখযোগ্য শিষ্য ছিলেন নাম-ম্খা'-রিন-ছেন (ওয়াইলি: nam mkha' rin chen) নামক উনিশতম ঙ্গোর-ছেন, ল্হুন-গ্রুব-দ্পাল-ল্দান (ওয়াইলি: lhun grub dpal ldan) নামক চব্বিশতম ঙ্গোর-ছেন প্রভৃতি।[1]
তথ্যসূত্র
- Namgyal, Tsering (2012-10)। "The Eighteenth Ngor Khenchen, Sherab Jungne"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2014-05-04। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)
আরো পড়ুন
- Jackson, David. 1989. "Sources on the Chronology and Succession of the Abbots of Ngor E-wam-chos-ldan." Berliner Indologische Studien, vol. 4/5, pp 49–93.
পূর্বসূরী নাম-ম্খা'-সাংস-র্গ্যাস |
শেস-রাব-'ব্যুং-গ্নাস অষ্টাদশ ঙ্গোর-ছেন |
উত্তরসূরী নাম-ম্খা'-রিন-ছেন |