শেরে বাংলা নগর
শেরেবাংলা নগর বাংলাদেশের ঢাকা জেলার একটি থানা।[1] এটি আগারগাঁও এর নিকটে এবং বাংলাদেশের জাতীয় সংসদ ভবন এই এলাকায় অবস্থিত। বাঙালি রাজনীতিবিদ এবং বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাঙালি কূটনীতিক হিসেবে বেশ পরিচিত শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হকের নামানুসারে এই এলাকার নামকরণ করা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা প্রতিষ্ঠানের জন্য এই স্থানটি গুরুত্বপূর্ণ।[2]
শেরেবাংলা নগর | |
---|---|
থানা | |
![]() ![]() শেরেবাংলা নগর | |
স্থানাঙ্ক: ২৩°৪৪.৩′ উত্তর ৯০°২৩.১′ পূর্ব | |
দেশ | ![]() |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | ঢাকা জেলা |
আয়তন | |
• মোট | ৫.২৫ কিমি২ (২.০৩ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২,৪৮,৮৭১ |
• জনঘনত্ব | ৪৭৪০৪/কিমি২ (১২২৭৮০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ভূগোল
শেরেবাংলা নগর থানার অবস্থান হচ্ছে ২৩.৪৫৫° উত্তর ৯০.২২° পূর্ব-এ।
গঠন
আগস্ট ৪, ২০০৯ সালে তেজগাঁও, কাফরুল ও মোহাম্মদপুর এই তিন থানার অংশ নিয়ে শেরেবাংলা নগর থানা গঠন করা হয়।
শিক্ষা প্রতিষ্ঠান
- শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
- শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
- তেজগাঁও কলেজ
- শেরেবাংলা নগর মহিলা মহাবিদ্যালয়
- নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ
- আগারগাঁও তালতলা কলোনি উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজ
- শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়;
- শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়;
- নাজনীন উচ্চ বিদ্যালয়, রাজধানী উচ্চ বিদ্যালয়
- নিউ মডেল মোমিন বহুমুখী উচ্চ বিদ্যালয়
- শুকরাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়
- আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়
- মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট;
ছবি
- সাংসদবৃন্দের কার্যালয়
- বাংলাদেশের জাতীয় সংসদ
- ইসলামী উন্নয়ন ব্যাংক, ঢাকা
- জিয়াউর রহমানের সমাধিস্থল
আরো দেখুন
তথ্যসূত্র
- "New 6 Thanas in Dhaka"। Prothom Alo। ২০০৯-০৯-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৯-০৬।
- শামসুন নাহার (জানুয়ারি ২০০৩)। "শেরেবাংলা নগর থানা"। সিরাজুল ইসলাম। শেরেবাংলা নগর। ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ। আইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১,২০১৫। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.