শেখ মাকসুদ আলী

শেখ মাকসুদ আলী একজন বাংলাদেশি সরকারি কর্মকর্তা, গবেষক, লেখক ও মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন। তিনি ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শেখ মাকসুদ আলী
জন্ম১৯৩৩/৩৪
মৃত্যু২৫ আগস্ট ২০১৯
জাতীয়তাবাংলাদেশি
যেখানের শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়

জীবনী

শেখ মাকসুদ আলী ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।[1] এরপর ১৯৫৯ সালে তিনি তৎকালীন পাকিস্তানের কেন্দ্রীয় সিভিল সার্ভিসে যোগদান করেন। তারপর তিনি লাহোরের সিভিল সার্ভিস একাডেমির উপপরিচালক পদে নিযুক্ত হন।[2] এরপর তিনি ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জনের জন্য যুক্তরাজ্য গমন করেন। তিনি ১৯৭১ সালে যুক্তরাজ্যে থাকাকালীন সময়ে মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন।[3] তিনি ১৯৭২ সালে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।[1]

১৯৭২ সালে দেশে ফিরে আসার পর শেখ মাকসুদ আলীকে অভ্যন্তরীণ নৌপরিবহন ও সিভিল এভিয়েশেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদে নিযুক্ত করা হয়।[3] তিনি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা রেক্টর ছিলেন।[4] ১৯৭৫ সালে তাকে সিভিল অফিসার্স ট্রেনিং একাডেমি ও ন্যাশনাল ইন্সটিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মহাপরিচালক পদে নিযুক্ত করা হয়।[1] এছাড়া তিনি ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।[3][5]

শেখ মাকসুদ আলী দেশ বিদেশের বহু সাময়িকীতে লেখালেখি করেছেন। এছাড়াও, তার রচিত কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তার রচিত গবেষণামূলক গ্রন্থ ফ্রম ইস্ট বেঙ্গল টু বাংলাদেশ ২০০৯ সালে প্রকাশিত হয়েছিল।[3] তিনি মাহবুব তালুকদারের ভায়রা ভাই।[4] তিনি ২০১৯ সালের ২৫ আগস্ট ৮৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[1][2]

তথ্যসূত্র

  1. "Sheikh Maqsood Ali's janaza Tuesday"Dhaka Tribune। ২৬ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৯
  2. "Former secretary Maqsood Ali dies"New Age। ২৭ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৯
  3. "Maqsood Ali passes away"The Daily Star। ২৭ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৯
  4. "ড. শেখ মাকসুদ আলীর ইন্তেকাল"সমকাল। ২৬ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৯
  5. "ডক্টর শেখ মাকসুদ আলীর ইন্তেকাল"বাংলাদেশ প্রতিদিন। ২৬ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.