শিরিন শিলা
শিরিন শিলা হলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল।
শিরিন শিলা | |
---|---|
জাতীয়তা | বাংলাদেশি |
পেশা | অভিনেত্রী মডেল |
কর্মজীবন
রূপালি পর্দায় আসার পূর্বে তিনি গুলশান এভিনিউ, রঙের মেলা, বনবালা ও পণ্ডিতের মেলা র মত টিভি নাটকে কাজ করেছেন।[1][2] ২০১৪ সালে রোযার ঈদে হিটম্যান চলচ্চিত্রের মাধ্যমে তার রূপালি পর্দায় অভিষেক ঘটে।[3][4] চলচ্চিত্রটির জন্য তিনি 'সেরা নবীন অভিনয়শিল্পী' বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। ২০১৪ সালের ডিসেম্বরে তার অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র ক্ষণিকের ভালোবাসা মুক্তি পায়।[5] ২০১৬ সালের ১৮ মার্চ তার অভিনীত চলচ্চিত্র মিয়া বিবি রাজি ও ২ এপ্রিল মন জানে না মনের ঠিকানা মুক্তি পায়।[5][6][7]
অভিনয়ের পাশাপাশি তাকে দেখা গিয়েছে মডেলিংয়ে। তিনি ব্রিটল বিস্কুট ও প্রাণ ফ্রুটোর বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন।[8][9] এছাড়া তিনি আসিফের ও কন্যা তোমারে গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন।[10][11][12]
চলচ্চিত্র তালিকা
বছর | চলচ্চিত্র |
---|---|
২০১৪ | হিটম্যান |
২০১৪ | ক্ষণিকের ভালোবাসা |
২০১৬ | মিয়া বিবি রাজি |
২০১৬ | মন জানে না মনের ঠিকানা |
২০১৯ | বেগম জান |
পুরস্কার ও মনোনয়ন
বছর | পুরস্কার | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|---|
২০১৪ | মেরিল-প্রথম আলো পুরস্কার | সেরা নবীন অভিনয়শিল্পী | হিটম্যান | মনোনীত | [13] |
তথ্যসূত্র
- "Shirin Shila has her hands full with films"। The Independent। ৪ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৯।
- "Shirin Shila has her hands full with films"। The Asian Age। ৫ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৯।
- "শিরিন শিলার লাইফস্টাইল"। জাগোনিউজ২৪.কম। ৪ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৯।
- "ভক্তদের আয়োজন দেখে কাঁদলেন নায়িকা"। এনটিভি। ২৯ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৯।
- "অনেক বেশি আশাবাদী: শিরিন শিলা"। প্রথম আলো। ১৭ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৯।
- "সুমিত ও শিরিন শিলার 'মিয়া বিবি রাজি'"। এনটিভি। ১৭ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৯।
- "১ এপ্রিল মুক্তি পাচ্ছে 'মন জানে না মনের ঠিকানা'"। জনকণ্ঠ। ১ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৯।
- "আবারও মডেল হলেন শিরিন শিলা"। এনটিভি। ২৫ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৯।
- "নতুন বিজ্ঞাপনে শিরিন শিলা"। ভোরের কাগজ। ৩০ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৯।
- "আসিফের নায়িকা শিরিন শিলা"। জনকণ্ঠ। ১৫ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৯।
- "আসিফের বিপরীতে শিরিন শিলা"। রাইজিংবিডি.কম। ১৫ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৯।
- "আসিফের নায়িকা এবার শিরিন শিলা"। জাগোনিউজ২৪.কম। ১৫ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৯।
- "মেরিল–প্রথম আলো তারকা জরিপ পুরস্কার ২০১৪"। প্রথম আলো। ৩০ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৯।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে শিরিন শিলা (ইংরেজি)