শিরিন আক্তার শিলা

শিরিনা আক্তার শিলা হলেন একজন বাংলাদেশি মডেল যিনি মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী।[1][2]

শিরিন আক্তার শিলা
সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী
পেশামডেল
চুলের রংকালো
চোখের রংকালো
শিরোপা(সমূহ)মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯
প্রধান প্রতিযোগিতা(সমূহ)মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১০ (সেরা ১০)
ফেস অব বাংলাদেশ ২০১৯ (বিজয়ী)
ফেস অব এশিয়া ২০১৯ (অংশগ্রহণকারী)
মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ (বিজয়ী)
মিস ইউনিভার্স ২০১৯ (পরে জানানো হবে)

সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮

শিরিন আক্তার শিলা ২০১৮ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। প্রতিযোগিতায় তিনি সেরা দশ প্রতিযোগীর একজন হিসেবে ঘোষিত হয়েছিলেন।[3][4]

ফেস অব বাংলাদেশ ২০১৯

শিরিন আক্তার শিলা ফেস অব বাংলাদেশ ২০১৯ প্রতিযোগিতায় সেরা নারী মডেলের খেতাব লাভ করেছিলেন।[5]

ফেস অব এশিয়া ২০১৯

শিরিন আক্তার শিলা দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ফেস অব এশিয়া প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন।[6]

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯

শিরিন আক্তার শিলা ২০১৯ সালের ২৩ অক্টোবর মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ খেতাব লাভ করেন।[1][2][7] তিনি মিস ইউনিভার্স ১৯৯৪ প্রতিযোগিতার বিজয়ী সুস্মিতা সেনের নিকট হতে বিজয়ীর মুকুট গ্রহণ করেছিলেন।

মিস ইউনিভার্স ২০১৯

শিরিন আক্তার শিলা ২০১৯ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্স ২০১৯ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

তথ্যসূত্র

  1. "মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন শিলা"প্রথম আলো। ২৩ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৯
  2. "'মিস ইউনিভার্স' বাংলাদেশ হলেন শিলা"আরটিভি। ২৩ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৯
  3. "Ten finalists vying for Miss World Bangladesh 2018 crown"Dhaka Tribune। ২৯ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৯
  4. "Oishi crowned Miss World Bangladesh"New Age। ১ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৯
  5. "তারা বলুক, মেয়েটা এত সুন্দর কেন"প্রথম আলো। ২৫ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৯
  6. "সেরা পুরুষ মডেল পলাশ"প্রথম আলো। ৭ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৯
  7. "মিস ইউনিভার্স বাংলাদেশ মুকুট জয় করলেন শিলা"বাংলানিউজ২৪.কম। ২৩ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৯
পুরস্কার ও স্বীকৃতি
পূর্বসূরী
প্রথম বিজয়ী
মিস ইউনিভার্স বাংলাদেশ
২০১৯
উত্তরসূরী
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.