শিয়াল
শিয়াল বা শৃগাল (ইংরেজি: Jackal) ক্যানিডি গোত্রের ক্যানিস গণের তিনটি সর্বভূক প্রজাতির প্রাণীর সাধারণ নাম। দক্ষিণ এশিয়া, ইউরেশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় এদের দেখতে পাওয়া যায়। এদেরকে ফেউ এবং গিধড়ও বলা হয়ে থাকে।[1]
শিয়াল | |
---|---|
![]() | |
পাতিশিয়াল (Canis aureus) | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | প্রাণী জগৎ |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | স্তন্যপায়ী |
বর্গ: | শ্বাপদ |
পরিবার: | ক্যানিডি |
গণ: | ক্যানিস-এর অন্তর্ভুক্ত |
প্রজাতি | |
পাতিশিয়াল, Canis aureus | |
![]() |

নাম
বাংলায় খেঁকশিয়ালকেও (ইংরেজি: Fox) সাধারণত "শিয়াল" ডাকা হয়, যদিও তা ভিন্ন প্রজাতির প্রাণী। সংস্কৃত শব্দ "শৃগাল"-এর সঙ্গে সম্পর্কিত ফার্সি "শাগাল" (شغال)-এর তুর্কি উচ্চারণ "চাকাল" থেকেই ইংরেজি নাম "জ্যাকেল" (jackal)-এর উৎপত্তি।
খাদ্য
এরা সাধারণত মাংসাশী প্রাণী। এদের প্রধান খাবার মৃত প্রাণীর মাংস, ইঁদুর, টিকটিকি, মুরগি, হাঁস ইত্যাদি। তবে নদীর ধারে এরা রাতে গর্ত থেকে কাঁকড়া ধরে খায়; গর্তে লেজ ঢুকিয়ে দেয়াতে লেজে কাঁকড়া কামড় দিলে এরা কাঁকড়াগুলোকে ধরে ফেলে।
তথ্যসূত্র
- "jackal" ভুক্তি, Bangla Academy English to Bengali Dictionary. Edition: August 1993, Reprint: November 1999. Bangla Academy, Dhaka. Retrieved: October 21, 2011.