শাহাদুজ্জামান

ডক্টর শাহাদুজ্জামান (জন্ম: ১৯৬০) বাংলাদেশের মননশীল কথাসাহিত্যের একটি বিশিষ্ট নাম। গল্প এবং উপন্যাস তাঁর কাজের প্রধান ক্ষেত্র হলেও গবেষণা, অনুবাদ, ভ্রমণ এবং প্রবন্ধ সাহিত্যেও উল্লেখযোগ্য রচনা রয়েছে তাঁর। পাশাপাশি বিভিন্ন দৈনিক পত্রিকায় নিয়মিত কলাম লেখেন তিনি।[1] কাজের স্বীকৃতি হিসেবে ২০১৬ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন।[2]

ডক্টর

শাহাদুজ্জামান
জন্ম১৯৬০
পেশাঅধ্যাপক, লেখক
ভাষাবাংলা
জাতীয়তাবাংলাদেশি
শিক্ষাপিএইচডি (চিকিৎসা নৃবিজ্ঞান)
শিক্ষা প্রতিষ্ঠানঢাকা বিশ্ববিদ্যালয়
আমস্টার্ডাম বিশ্ববিদ্যালয়
সময়কালআধুনিক
ধরনগল্প, উপন্যাস
উল্লেখযোগ্য রচনাবলি
  • কয়েকটি বিহ্বল গল্প
  • ক্রাচের কর্নেল
  • একজন কমলালেবু
  • মামলার সাক্ষী ময়না পাখি
উল্লেখযোগ্য পুরস্কারবাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১৬)
সক্রিয় বছর১৯৯৬-বর্তমান

জন্ম ও শিক্ষাজীবন

শাহাদুজ্জামানের জন্ম ১৯৬০ সালে। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করেছেন মির্জাপুর ক্যাডেট কলেজে। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে পাশ করে চিকিৎসক হিসেবে কাজ করেছেন উন্নয়ন সংস্থা ব্র্যাকের গ্রামীণ স্বাস্থ্য প্রকল্পে। পরবর্তীকালে জনস্বাস্থ্য বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং নেদারল্যান্ডসের আমস্টার্ডাম বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা নৃবিজ্ঞানে পিএইচডি অর্জন করেন।[3]

কর্মজীবন

শাহাদুজ্জামান দীর্ঘদিন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব পাবলিক হেলথ বিভাগে অধ্যাপনা করেছেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে গবেষণা এবং অধ্যাপনায় যুক্ত আছেন।

সাহিত্যকৃতি

শাহাদুজ্জামানের প্রথম গল্পগ্রন্থ কয়েকটি বিহ্বল গল্প ১৯৯৬ সালে। তাঁর উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ ক্রাচের কর্নেল, আধ ঘুমে ক্যাস্ট্রোর সঙ্গে, একটি হাসপাতাল একজন নৃবিজ্ঞানী কয়েকটি ভাঙ্গা হাড়, ক্যাঙ্গারু দেখার শ্রেষ্ঠ দিন এবং অন্যান্য অনুবাদ গল্প, কয়েকটি বিহ্বল গল্প, কাগজের নৌকায় আগুনের নদী এবং কবি জীবনানন্দ দাশের উপরে লেখা উপন্যাস একজন কমলালেবু। বাংলা কথাসাহিত্যে অবদানের জন্য তিনি ২০১৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন।[4]

প্রকাশিত গ্রন্থ

ছোটগল্প

  • কয়েকটি বিহ্বল গল্প
  • পশ্চিমের মেঘে সোনার সিংহ
  • কেশের আড়ে পাহাড়
  • অন্য এক গল্পকারের গল্প নিয়ে গল্প
  • মামলার সাক্ষী ময়না পাখী
  • Ibrahim Buksh’s Circus and Other Stories (Translated by Sonia Amin)
  • গল্প, অগল্প, না-গল্প সংগ্রহ

উপন্যাস, ডকুফিকশন

  • বিসর্গতে দুঃখ
  • ক্রাচের কর্নেল
  • খাকি চত্বরের খোয়ারি
  • একজন কমলালেবু
  • আধো ঘুমে ক্যাস্ট্রোর সঙ্গে

প্রবন্ধ, কলাম

  • টুকরো ভাবনা
  • চিরকুট
  • লেখালেখি
  • শাহবাগ ২০১৩
  • ইলিয়াসের সুন্দরবন এবং অন্যান্য
  • গুগল গুরু

মননশীল সাহিত্য

  • একটি হাসপাতাল একজন নৃবিজ্ঞানী কয়েকটি ভাঙ্গা হাড়
  • Broken limbs, broken lives : ethnography of a hospital ward in Bangladesh

সাক্ষাৎকার

  • কথা পরম্পরা : গৃহীত ও ভাষান্তরিত সাক্ষাৎকার
  • দূরগামী কথার ভেতর

ভ্রমণ

  • আমস্টারডাম ডায়েরি এবং অন্যান্য [5]

চলচ্চিত্র

  • চ্যাপলিন, আজো চমৎকার
  • বায়োস্কোপ, চলচ্চিত্র প্রভৃতি
  • ইব্রাহিম বক্সের সার্কাস
  • কমলা রকেট (চিত্রনাট্য এবং মূলগল্পদ্বয়)

অনুবাদ

  • ক্যাঙ্গারু দেখার শ্রেষ্ঠ দিন এবং অন্যান্য অনুবাদ গল্প
  • ভাবনা ভাষান্তর

সম্পাদনা, গ্রন্থনা

  • আখতারুজ্জামান ইলিয়াসের ডায়েরি
  • দেখা না দেখার চোখ

সমগ্র

  • কাগজের নৌকায় আগুনের নদী
  • কথা চলচ্চিত্রের
  • ভাষান্তরসমগ্র
  • গল্পসমগ্র-১
  • নির্বাচিত কলাম

পুরস্কার ও সম্মাননা

  • মাওলা ব্রাদার্স কথাসাহিত্য পুরস্কার, ১৯৯৬
  • বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ২০১৬
  • সিটি ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৯

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.