শাহাদাতুজ্জামান

মাওলানা শাহাদাতুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিবিদ। ১৯৯১ সালে ৫ম সংসদ নির্বাচনে তিনি বগুড়া-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। [1][2][3]

মাওলানা শাহাদাতুজ্জামান
জন্ম১৯৩৩
জাতীয়তাবাংলাদেশি
যেখানের শিক্ষার্থীসরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্‌রাসা
পেশাইসলামী রাজনীতিবিদ
রাজনৈতিক দলবাংলাদেশ জামায়াতে ইসলামী

প্রাথমিক জীবন ও কর্ম

শাহাদাতুজ্জামান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি বগুড়া জেলার সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্‌রাসা থেকে হাদিস শাস্ত্রে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে ৩৩ হাজার ৯৬৯ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলো বিএনপির মতিয়র রহমান।

গ্রেফতার

১০ আগস্ট ২০১৪ সালে বগুড়া শহরের রিয়াজ কাজী লেনের একটি ভবনে এনজিও’র সভার আড়ালে সরকারবিরোধী গোপন এনজিও’র পরামর্শ সভা থেকে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া ২০১৮ সালের ২২ অক্টোবর নির্বাচন পূর্ব মহূর্তে তাকে আবার গ্রেফতার করা হয়।[4]

বহিঃসংযোগ

তথ্যসূত্র

  1. BanglaNews24.com। "মান্নার `গলার কাঁটা' জামায়াতের শাহাদাত"banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৭
  2. "বিএনপির ঘাঁটিতে সহিংস জামায়াত"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৬
  3. "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
  4. "বগুড়ায় এনজিও'র সভা থেকে সাবেক এমপিসহ ২০ জন আটক"দৈনিক সংগ্রাম। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.