শালবাহান ইউনিয়ন
শালবাহান ইউনিয়ন বাংলাদেশের পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার একটি ইউনিয়ন। ইউপি কার্যালয়টি মহুরীহাট নামক স্থানে অবস্থিত।
শালবাহান | |
---|---|
ইউনিয়ন | |
৪নং শালবাহান ইউনিয়ন | |
![]() ![]() শালবাহান | |
স্থানাঙ্ক: ২৬.৫১৩৫° উত্তর ৮৮.৪০৬৯° পূর্ব | |
দেশ | ![]() |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | পঞ্চগড় জেলা |
উপজেলা | তেতুলিয়া উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মো: ফজলুর রহমান লিটন |
আয়তন | |
• মোট | ৩০.৩৮ কিমি২ (১১.৭৩ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২২,০০০ |
• জনঘনত্ব | ৭২০/কিমি২ (১৯০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৭০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৫০৩০ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
প্রশাসনিক কাঠামো
শালবাহান ইউনিয়ন তেতুলিয়া উপজেলার আওতাধীন ৪ নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম তেতুলিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১ নং নির্বাচনী এলাকা পঞ্চগড়-১ এর অংশ। এই ইউনিয়ন নিন্মলিখিত গ্রাম নিয়ে গঠিত:
- বালাবাড়ী
- বালাবাড়ী আবাসন
- বসন্তজোত
- হাগুড়াগছ
- লোহাকাচী বারবিশুয়া
- শালবাহান
- শালবাহান আশ্রয়ন কেন্দ্র
- শালবাহান নতুনবস্তি
- দাড়িয়াগছ
- গোবরাগছ
- ভেল্কুগছ
- প্রামানিকপাড়া
- ছোপাগছ
- মহিগছ
- চৌধুরীগছ
- উত্তরবোয়ালমারী
- দক্ষিণ বোয়ালমারী
- পূর্ব বোয়ালমারী
- পশ্চিম বোয়ালমারী
- মন্ডলপাড়া
- বড় দলূয়াগছ
- নামাগছ
- প্রামানিক পাড়া
- পত্নীপাড়া
- প্রাণজোত
- কালান্দিগছ
- খেরকিডাঙ্গী
- টাইয়াগছ
- ফকিরপাড়া
- কুমারটোর
- ছোট দলুয়াগছ
- ময়নাগুড়ি
- জামরীগুড়ি
- প্রামানিকপাড়া
- লোহাকাচী
- ধারাগছ
- গোয়াবাড়ী
- মাঝিপাড়া
- দানাগছ
- কাজিগছ
- ডাহুক গুচ্ছগ্রাম
- নারায়নগছ
- পেদিয়াগছ
- খুটাগছ
জনসংখ্যা
জনসংখ্যা ২২,০০০ জন। নারী ১০,৩০০ জন, পুরুষ ১১,৭০০ জন।
শিক্ষা
এই ইউনিয়িনে শিক্ষার হার ৭০%।
শিক্ষা প্রতিষ্ঠান
শালবাহান ইউনিয়নের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান গুলো হলো:
- মাঝিপাড়া মহিলা ডিগ্রী কলেজ
- আলহাজ্ব তমিজ উদ্দিন কলেজ
- কালান্দীগঞ্জ ফাজিল মাদ্রাসা
- শালবাহান উচ্চ বিদ্যালয়
- শালবাহান দাখিল মাদ্রাসা
- ভিপি উচ্চ বিদ্যালয়
- কালান্দীগঞ্জ উচ্চ বিদ্যালয়
- মাঝিপাড়া উচ্চ বিদ্যালয়
এছাড়াও এ ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, হাফিজিয়া মাদ্রাসা আছে।
যোগাযোগ ব্যবস্থা
শালবাহান ইউনিয়নের যোগাযোগের প্রধান সড়ক ঢাকা-বাংলাবান্ধা জাতীয় মহাসড়ক। ইউনিয়নের প্রায় প্রতিটি রাস্তা পাকা। ইজিবাইক ও ভ্যান প্রধান বাহন।
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.