শাঁখামুঠি
শাঁখামুঠি বা পাতি কাল কেউটে (ইংরেজি: Common Krait) (বৈজ্ঞানিক নাম :Bungarus caeruleus) এলাপিডি পরিবারভুক্ত এক প্রকার বিষধর সাপ।
Common Krait | |
---|---|
![]() | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | প্রাণী জগৎ |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | Reptilia |
বর্গ: | Squamata |
পরিবার: | Elapidae |
গণ: | Bungarus |
প্রজাতি: | B. caeruleus |
দ্বিপদী নাম | |
Bungarus caeruleus Schneider, 1801 | |
বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে এ প্রজাতিটি সংরক্ষিত।[1]
চিহ্ন ও আচরণ
নীলচে(সেরুলিয়াস=নীল) ছাইরঙা গায়ে কালো ডোরা কাটা। এমনি শান্ত তবে ক্ষিপ্ত গতি (পাখীদেরও ধরতে পারে)। ঠাণ্ডা জায়গা পছন্দ করে। এদের খাদ্য অন্য ছোট সাপ।
বিষ
শাঁখামুঠির বিষ মারাত্মক। এর মধ্য বাঙ্গারোটক্সিন বলে কতগুলি সক্রিয় পদার্থ আছে। স্নায়ুতন্ত্রে এই বিষক্রিয়া দ্রুত মৃত্য ঘটায় তাই এরা নিউরোটক্সিনেদের মধ্য গণ্য। আলফা বাঙ্গারোটক্সিন নিকোটিনিক অ্যাসিটাইলকোলিন রিসেপ্টারের উপর কাজ করে।
বিষদাঁত
কেউটের মতই শাঁখামুঠিরও বিষদাঁত দুটি সামনে থাকে (Proglyphous)।
তথ্যসূত্র
- বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জুলাই ১০, ২০১২, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পৃষ্ঠা-১১৮৫০৭
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.