বিষদাঁত
বিষধর সাপেদের সাধাণতঃ একজোড়া বিশেষ দাঁত থাক যার সাহায্য এরা দংশন ও বিষ প্রয়োগ করে। বিষদাঁতের গোড়াতে বিষগ্রন্থী থেকে বিষ নির্গত হয়। বিষদাঁত ফাঁপা হতে পারে -যেমন বোড়াদের সঞ্চালক(Solenoglyphpus) বিষদাঁত ও সম্মুখদন্তী কেউটের বিষদাঁত। কিমবা বিষদাঁতের সামনে খাঁজ থাকতে পারে যেমন পশ্চাত্দন্তী কিছু সাপ।
বিষদাঁতের প্রকার অনুসারে সাপেদের চারভাগে ভাগ করা যায়:
- বিষদাঁতহীন (Aglyphous)
- পশ্চাত্দন্তী (Opisthoglyphous)
- সম্মুখদন্তী(Proteroglyphous)
- সঞ্চালকদন্তী (Solenoglyphous)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.