শহীদুল ইসলাম (রাজনীতিবিদ)
মুফতি শহীদুল ইসলাম একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও নড়াইল-২ আসনের সাবেক সাংসদ। তিনি ২০০২ সালের উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির ছিলেন। ২০০৯ সালে বাংলাদেশ গণসেবা আন্দোলন নামে একটি রাজনৈতিক দল গঠন করেন তিনি।[1][2]
মুফতি শহীদুল ইসলাম | |
---|---|
জাতীয় সংসদ সদস্য | |
পূর্বসূরী | শেখ হাসিনা |
উত্তরসূরী | এসকে আবু বকর |
সংসদীয় এলাকা | নড়াইল-২ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৫ মার্চ ১৯৬০ ঝিলটুলী, ফরিদপুর, পূর্ব পাকিস্তান। (বর্তমান বাংলাদেশ) |
নাগরিকত্ব | পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
রাজনৈতিক দল | বাংলাদেশ খেলাফত মজলিস (২০০১-২০০৯) বাংলাদেশ গণসেবা আন্দোলন |
অন্যান্য রাজনৈতিক দল | ইসলামী ঐক্যজোট |
সন্তান | মুফতি তালহা ইসলাম |
প্রাক্তন শিক্ষার্থী | নিউটাউন মাদ্রাসা, করাচী, পাকিস্তান |
পেশা | রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সমাজসেবা |
জন্ম ও প্রাথমিক জীবন
মুফতি শহীদুল ইসলাম ১৫ মার্চ ১৯৬০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) ফরিদপুরের ঝিলটুলী এলাকায় জন্মগ্রহণ করেন। পৈত্রিক নিবাস নড়াইল জেলার লোহাগড়া উপজেলায়। তার পিতা শামসুল হক সরদার। শহীদুল পাকিস্তানের করাচীর নিউটাউন মাদ্রাসা থেকে ১৯৮৮ সালে দাওরায়ে হাদিস (মাস্টার্স) ডিগ্রি অর্জনের পর মুফতী (ইসলামি আইনশাস্ত্রের পন্ডিত) ডিগ্রি লাভ করেন।
রাজনৈতিক ও কর্মজীবন
মুফতি শহীদুল ইসলাম ১৯৮৮ সালে তিনি আল মারকাজুল ইসলামী প্রতিষ্ঠা করেন। তিনি এ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি। ২০০৯ সালে বাংলাদেশ গণসেবা আন্দোলন নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। তিনি এ দলের চেয়ারম্যান। এর আগে তিনি ইসলামী ঐক্যজোটের মজলিমে শূরার সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির ছিলেন।[1]
২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে শেখ হাসিনার কাছে ৪ হাজার ২৩৩ ভোটে পরাজিত হয়েছিলেন। শেখ হাসিনা আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে শহীদুল বিজয়ী হন।[2][3][4]
পারিবারিক জীবন
মুফতি শহীদুল ইসলাম ব্যাক্তিগত জীবনে বিবাহিত। তিনি দুই পুত্র ও তিন কন্যার জনক।
আরও দেখুন
তথ্যসূত্র
- "মুফতি শহীদের নেতৃত্বে 'গণসেবা আন্দোলন' নামে নতুন দলের আত্মপ্রকাশ"। The Daily Sangram। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৭।
- "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
- "মাশরাফির বিরুদ্ধে লড়বেন মুফতি শহিদুল ইসলাম"। our Islam (ইংরেজি ভাষায়)। ২০১৮-১১-২৯। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৭।
- "৩০ ডিসেম্বরের ম্যাচে মাশরাফির প্রতিদ্বন্দ্বী এক ডজন"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৭।