লেবুতলা ইউনিয়ন

লেবুতলা ইউনিয়ন বাংলাদেশের নরসিংদী জেলার মনোহরদী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

লেবুতলা ইউনিয়ন
ইউনিয়ন
১ নং লেবুতলা ইউনিয়ন
ডাকনাম: লেবুতলা
লেবুতলা ইউনিয়ন
বাংলাদেশে লেবুতলা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪.২১১৪৮১৭° উত্তর ৯০.৬৮৩৯০০৬° পূর্ব / 24.2114817; 90.6839006
দেশ বাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলানরসিংদী জেলা
উপজেলামনোহরদী উপজেলা
আয়তন
  মোট২০০০ বর্গ কিলোমিটার কিমি ( বর্গমাইল)
জনসংখ্যা
  মোট৪,৩৭২
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড১৬৫০
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

এক নজরে

১ নং লেবুতলা ইউনিয়ন পরিষদডাকঘর: উপজেলা: মনোহরদী, জেলা: নরসিংদী।

  • প্রতিষ্ঠা সালঃ ১৯৬৭ ইং স্থাপিত· *আয়তনঃ ২০.০৭ বর্গ কিলোমিটার· *সীমানাঃ উত্তরে দিকে ব্রমপুত্র নদ, দক্ষিণে চন্দনবাড়ি ইউ,পি, পূর্বে চালাকচর ইউ,পি, পশ্চিমে দিকে ব্রম্মপুত্রে নদ ও বারিষাব ইউনিয়ন অবস্থিত ।
  • আবাদী জমির পরিমান : কৃষি ১৩.৬১ একর * অনাবাদী জমির পরিমান: অকৃষি ৫.৮১ একর ।
  • শিক্ষার হার : ৬৫%·

যোগাযোগ:

নরসিংদী জেলা শহর হইতে বাস ও সিএন জি যোগে ৩৩ কিলোমিটার প্রায়। মনোহরদী উপজেলা হইতে ৭ কিলোমিটার রাস্তা । ইউ,পির আয়তনে পাকা রাস্তা ৮৫% কাচা রাস্তা ১৫% ·

  • দর্শনীয় : নরেন্দ্রপুর পুরাতন বাবুর বাড়ি।
  • লোক সংখ্যা : ৪৩,৪৯১ জন ।·
  • ভোটার সংখ্যা : ১৪,৪৯৭ জন ।
  • গ্রাম : ১৮ টি।
  • মোট খানা: ৪১৪১ টি।

প্রশাসনিক অঞ্চল

  • গ্রাম ভিত্তিক লোক সংখ্যা :-
    • (১) নরেন্দ্রপুর  : ৫২৪৪ জন ।
    • (২) দিঘীরপাড়  : ১০১৪ জন
    • (৩) ধরাবান্দা  : ১৭২২ জন ।
    • (৪) শরীফপুর  : ২০২২ জন ।
    • (৫) উত্তর শরীফপুর  : ৯৩০ জন ।
    • (৬) ঝালপাড়া  : ৭৬২ জন ।
    • (৭)রায়েরপাড়া  : ২৪৮১ জন ।
    • (৮) গাংকুল কান্দী  : ৩৮৬১ জন ।
    • (৯) চরহাজী খা  : ১০০২ জন ।
    • (১০) লেবুতলা  : ৫৬০১ জন ।
    • (১১) তারাকান্দী  : ৫৪৩৬ জন ।
    • (১২) গজারিয়া  : ৭৩৫ জন।
    • (১৩) চর গজারিয়া  : ৫১০ জন ।
    • (১৪) নেয়াকান্দী  : ২৪৫৪ জন ।
    • (১৫) শেখেরগাও  : ১৮৭৮ জন ।
    • (১৬) চকতাতারদী  : ৩৫৫৮ জন ।
    • (১৭) তাতারদী  : ২৬৫২ জন ।
    • (১৮) দাইড়ের পাড়  : ১৬২৯ জন ।

জনসংখ্যা

শিক্ষা প্রতিষ্ঠান

অর্থনীতি

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.