লে মিজেরাবল (১৯৯৮-এর চলচ্চিত্র)

লে মিজেরাবল (ইংরেজি: Les Misérables) হল ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত মার্কিন নাট্য চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন বিলি অগাস্ট। ভিক্টর হুগোর ১৮৬২ সালের একই নামের ফরাসি উপন্যাস অবলম্বনে ছবিটির চিত্রনাট্য রচনা করেন রাফায়েল ইগলেসিয়াস। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন লিয়াম নিসন, জেফ্রি রাশ, উমা থারম্যানক্লেয়ার ডেইন্স

লে মিজেরাবল
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
Les Misérables
পরিচালকবিলি অগাস্ট
প্রযোজক
  • জেমস গরম্যান
  • লরি ম্যাকডোনাল্ড
  • সারা র‍্যাডক্লিফ
  • ওয়াল্টার এফ. পার্কস
চিত্রনাট্যকাররাফায়েল ইগলেসিয়াস
উৎসভিক্টর হুগো কর্তৃক 
লে মিজেরাবল
শ্রেষ্ঠাংশে
সুরকারবাসিল পলেদুরিস
চিত্রগ্রাহকইয়োর্গেন পেরসন
সম্পাদকইয়ানুস বিলেস্কভ-জানসেন
প্রযোজনা
কোম্পানি
  • ম্যান্ডেলে এন্টারটেইনমেন্ট
  • অ্যাম্বলিন এন্টারটেইনমেন্ট
  • পার্কস/ম্যাকডোনাল্ড প্রডাকশন্স
পরিবেশককলাম্বিয়া পিকচার্স
মুক্তি
  •  মে ১৯৯৮ (1998-05-01) (মার্কিন যুক্তরাষ্ট্র)
  • ২০ নভেম্বর ১৯৯৮ (1998-11-20) (যুক্তরাজ্য)
  • ২৪ ডিসেম্বর ১৯৯৮ (1998-12-24) (জার্মানি)
দৈর্ঘ্য১৩৪ মিনিট[1]
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্য
জার্মানি
ভাষাইংরেজি
আয়$১৪.১ মিলিয়ন[2]

কুশীলব

  • লিয়াম নিসন - জঁ ভালজাঁ
  • জেফ্রি রাশ - ইনস্পেক্টর জাভের
  • উমা থারম্যান - ফঁতিন
  • ক্লেয়ার ডেইন্স - কোসেত
  • হান্স ম্যাথেসন - মারিয়ুস
  • পিটার ভন - বিশপ ম্যুরিয়েল
  • জন কেনি - মঁসিয়ে থেনার্দিয়ে
  • জিলিয়ান হ্যানা - মাদাম থেনার্দিয়ে
  • জন ম্যাকগ্লিন - কারনট
  • কেলি হান্টার - ভিচুরিয়েঁ
  • শেন হার্ভি - গাভ্রোশ
  • লেনি জেমস - অঁজলরা
  • সিলভি কবলিজকভা - এপোনিন
  • রেইন ব্রাইনলফসন - ক্যাপ্টেন বুভোয়া

সমালোচনামূলক প্রতিক্রিয়া

লে মিজেরাবল সমালোচকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা লাভ করে। পর্যালোচনাভিত্তিক ওয়েবসাইট রটেন টম্যাটোস-এ ৪৩টি পর্যালোচনার ভিত্তিতে ৬.৯/১০ গড়ে ছবিটির রেটিং ৭৪%। ওয়েবসাইটির পরিসংখ্যানে বলা হয়, "ভিক্টর হুগোর ধ্রুপদী উপন্যাসের এই বুদ্ধিভিত্তিক, সুন্দর উপযোগকরণ অনুভূতিপ্রবণ প্রভাবের বাইরে গিয়ে গল্পটি ঘনীভূত করেছে।"[3] শিকাগো সান-টাইমস-এর চলচ্চিত্র সমালোচক রজার ইবার্ট ছবিটিকে ৪-এর মধ্যে ২.৫ রেটিং প্রদান করেন এবং লিখেন, "লে মিজেরাবল ভিক্টর হুগোর উপন্যাসের পূর্ণ সম্মানিত ধ্রুপদী চিত্রায়িত সংস্করণ। এতে উচ্চমাত্রার নাট্যধর্মী মুহূর্ত, স্পষ্টভাবে উল্লেখিত প্রেষণা রয়েছে, যা অনুসরণ করা সহজ এবং যাতে শুধু আবেগের ঘাটতি রয়েছে।"[4] ভ্যারাইটি-র ইমানুয়েল লেভি ছবিটি সম্পর্কে লিখেন, "লে মিজেরাবল এখন পর্যন্ত নিঃসন্দেহে এই গল্পের সবচেয়ে আবেগাপ্লুতভাবে শক্তিশালী ও সুন্দরভাবে নির্মিত কাজ।"[5]

তথ্যসূত্র

  1. "LES MISERABLES"ব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্লাসিফিকেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৮
  2. "Les Miserables (1998)"বক্স অফিস মোজো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৮
  3. "Les Miserables"রটেন টম্যাটোস (ইংরেজি ভাষায়)। ফ্যানড্যাঙ্গো। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৮
  4. ইবার্ট, রজার (১ মে ১৯৯৮)। "Les Miserables Movie Review & Film Summary (1998)"শিকাগো সান-টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৮ রজার ইবার্ট.কম-এর মাধ্যমে।
  5. লেভি, ইমানুয়েল (২৭ এপ্রিল ১৯৯৮)। "Les Miserables"ভ্যারাইটি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.