লুকাস টিল
লুকাস ড্যানিয়েল টিল(জন্মঃ ১০আগস্ট, ১৯৯০) একজন আমেরিকার অভিনেতা। তার অভিনয় জীবন শুরু হয় ২০০০এর শুরুর দিকে।
লুকাস টিল | |
---|---|
![]() ২০১৫তে এক্স-ম্যানঃ এপোক্যালিপস এর প্রমশনে স্যান ডিয়েগো কমিক-কন ইন্টারন্যাশনালে লুকাস | |
জন্ম | লুকাস ড্যানিয়েল টিল ১০ আগস্ট ১৯৯০ |
পেশা | অভিনেতা |
কার্যকাল | ২০০৩–বর্তমান |
পরিচিতির কারণ | হ্যাবোক |
প্রাথমিক জীবন
লুকাস ড্যানিয়েল টিল ১০আগস্ট, ১৯৯০সালে ফর্ট হুড, টেক্সাসে জন্মগ্রহণ করেন। তার মা ডানা লিন ও বাবা জন মার্ক টিল, যিনি সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেল।[1][2][3] তার মা পেশায় একজন রসায়নবিদ।[4] টিলের শৈশব কাটে জর্জিয়ার আটলান্টাতে। সে কেল উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে।
কর্মজীবন
পুরস্কার এবং সম্মাননা
বছর | পরস্কার | বিভাগ | কাজ | ফলাফল | তথ্যসূত্র |
---|---|---|---|---|---|
২০০৯ | ১১তম টিন চয়েস এওয়ার্ডস | চয়েস মুভি অ্যাক্টরঃ সঙ্গিত/নাচ | মনোনীত | ||
চয়েস মুভিঃ লিপলক (যৌথভাবে পেয়েছেন মিলে সাইরাস) | মনোনীত | ||||
২০১১ | ১৩তম টিন চয়েস এওয়ার্ডস | চয়েস মুভিঃ কেমিস্ট্রি (যৌথভাবে পেয়েছেন জেনিফার লরেন্স, নিকোলাস হোল্ট, জো ক্র্যাভিটজ) | মনোনীত | ||
২০১৮ | ২০তম টিন চয়েস এওয়ার্ডস | চয়েস মুভি অ্যাক্টর: অ্যাকশন | মনোনীত | ||
তথ্যসূত্র
- "DA MAN magazine - consummate style for today's bon vivant – Lucas Till Exclusive in DA MAN"। Daman.co.id। ২০১১-০৫-১৬। সংগ্রহের তারিখ ২০১৩-১০-১৩।
- "Dark Hearts : A Film by Rudolf Bwitendach" (PDF)। Darkheartsthemovie.com। সংগ্রহের তারিখ ২০১৩-১০-১৩।
- "Dana Brady Till (@dbtill) on Twitter"। Mobile.twitter.com। সংগ্রহের তারিখ ২০১৩-১০-১৩।
- MacGyver star Lucas Till talks season 2, Hawaii Five-0 crossover Melissa Hank, Canada.com, September 26, 2017
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে লুকাস টিল সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.