লিসা আজিজ

লিসা শিরলী আজিজ (জন্ম: ১৯ জুন, ১৯৬২) একজন ইংরেজি সংবাদ উপস্থাপক। তিনি লন্ডনের এলবিসিতে সকালের সংবাদ উপস্থাপনার জন্য পরিচিত।

লিসা আজিজ
জন্ম
লিসা শিরলী আজিজ

(1962-06-19) ১৯ জুন ১৯৬২
টনেস, ডেভন, লন্ডন
জাতীয়তাব্রিটিশ
যেখানের শিক্ষার্থীইউনিভার্সিটি অব লন্ডন
পেশাসাংবাদিক, উপস্থাপক
কার্যকাল১৯৮২-বর্তমান

প্রারম্ভিক জীবন

লিসা আজিজ লন্ডনের টেনাসে জন্মগ্রহণ করেন। তার পিতা বাঙালি এবং মাতা ব্রিটিশ নাগরিক।[1] তিনি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বিএ (অনার্স) পাশ করেন। তারপর লিভারপুলের রেডিওসিটিতে উপস্থাপক হিসেবে যোগদান করেন। তিনি ১৯৮৩ সালে সেখান থেকে ব্রিস্টল চলে আসেন, যেখানে তিনি বিবিসি ও এইচটিভি ওয়েস্ট এ টিভি রিপোর্টার এবং উপস্থাপক হিসেবে কাজ করেন।

কর্মজীবন

টেলিভিশন

  • এইচটিভি নিউজ (১৯৮৪-১৯৮৮)
  • গুড মর্নিং ব্রিটেন (১৯৮৮-১৯৯২)
  • কিউডি: দ্যা মাস্টার গেম (১৯৯২)
  • ক্লুডো (১৯৯২)
  • স্কাই নিউজ (১৯৯৪-২০০৫)
  • দ্যা ওয়েস্ট টুনাইট (২০০৫-২০০৯)
  • দ্যা ওয়েস্ট কাউন্ট্রি টুনাইট (২০০৯)

পুরস্কার

লিসা ২০০৪ সালে এমা, সেরা টেলিভিশন নিউজ সাংবাদিক হিসেবে পুরস্কার পান।

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "Bangla babes rule Britannia" (ইংরেজি ভাষায়)। দ্যা টেলিগ্রাফ (ইন্ডিয়া)। ২৯ এপ্রিল ২০০৭। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০০৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.