লিভারপুল মুসলিম ইন্সটিটিউট
লিভারপুল মুসলিম ইন্সটিটিউট আবদুল্লাহ কুইলিয়াম কর্তৃক ১৮৮৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।[1] এটি ছিল ইংল্যান্ডের প্রথম মসজিদ।[2]
বর্ণনা
ইসলাম গ্রহণের পর আবদুল্লাহ কুইলিয়াম লিভারপুল মুসলিম ইন্সটিটিউট প্রতিষ্ঠা করেন। এর ২ বছরের মাঝে ভবনটিতে একটি ছোট মসজিদ স্থাপন করেন।[3] লিভারপুল মস্ক অ্যান্ড মুসলিম ইন্সটিটিউট আনুষ্ঠানিকভাবে ১৮৯১ সালে যাত্রা শুরু করে।[4]
প্রতিষ্ঠানটি বিভিন্ন বিষয়ে পাঠদানের আয়োজন করত, যেখানে সব ধর্মের মানুষ অংশগ্রহণ করত। প্রতিষ্ঠানের অভ্যন্তরে একটি বিজ্ঞানাগার ও যাদুঘর চালু হয়েছিল।[5]
১৯০৮ সালে আবদুল্লাহ কুইলিয়ামের কনস্টান্টিনোপল (বর্তমান ইস্তানবুল) গমনের পর লিভারপুল মুসলিম ইন্সটিটিউটের সম্পত্তি স্থানীয় কর্তৃপক্ষের কাছে বিক্রি করে দেয় তার ছেলে।[6] এটি পরবর্তীকালে রেজিস্টার অফিস হিসেবে ব্যবহৃত হয়েছিল।[7]
১৯৯৯ সালে প্রতিষ্ঠিত আবদুল্লাহ কুইলিয়াম সোসাইটি প্রতিষ্ঠানটি লিভারপুল মুসলিম ইন্সটিটিউটে ঐতিহাসিক মসজিদ পুনঃপ্রতিষ্ঠা ও সেখানে শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করার অর্থসংগ্রহে কাজ করে চলেছে।[8][9] প্রতিষ্ঠানটি ভবন ইজারা নিয়েছে ও সংস্কার কার্যক্রম শুরু করেছে।[10][11][12]
তথ্যসূত্র
- Abdullah Quilliam Timeline
- "ভিক্টোরিয়ান যুগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন যে ব্রিটিশ খ্রিস্টানরা"। বিবিসি বাংলা। ২০ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৯।
- Sardais, Louise। "The Little Mosque"। BBC। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৪।
- "Liverpool Mosque and Muslim Institute"। Open University। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৪।
- About Abdullah Quilliam
- Liverpool strikes a happy balance for Muslims living in the birthplace of Islam in Britain
- Bano, Rahila (২৫ এপ্রিল ২০১২)। "The legacy of Victorian England's first Islamic convert"। BBC News। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৬।
- Appeal for Heritage Centre in Liverpool
- "Completed Works"। Abdullah Quilliam Society। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৬।
- BBC R4 Sunday 12 August 2007
- The Independent 2 January 2009
- "The legacy of Victorian England's first Islamic convert" BBC News 25 April 2012