লিওনার্দো পারেদেস
লিওনার্দো ডেনিয়েল পারেদেস (রুশঃ Леа́ндро Даниэ́ль Паре́дес; স্প্যানিশঃ leˈandɾo paˈɾeðes; জন্ম ২৯ জুন ১৯৯৪) একজন আর্জেন্টাইন পেশাদার ফুটবলার যিনি রাশিয়ান ক্লাব জেনিত সেইন্ট পিটাসবার্গের হয়ে সেন্টার মিডফিল্ডার হিসেবে খেলেন।
![]() জেনিতের হয়ে ২০১৭ সালে পারেদেস | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | লিওনার্দো ডেনিয়েল পারেদেস | ||
জন্ম | ২৯ জুন ১৯৯৪ | ||
জন্ম স্থান | বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা | ||
উচ্চতা | ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মিডফিল্ডার | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান ক্লাব | জেনিত সেইন্ট পিটাসবার্গ | ||
জার্সি নম্বর | ৫ | ||
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন | |||
২০০২-২০১০ | বোকা জুনিয়র্স | ||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||
বছর | দল | উপস্থিতি† | (গোল)† |
২০১০-২০১৪ | বোকা জুনিয়র্স | ২৮ | (৫) |
২০১৪ | চিভো | ১ | (০) |
২০১৪-২০১৭ | রোমা | ৩৭ | (৪) |
২০১৫-২০১৬ | → এম্পোলি (লোন) | ৩৩ | (২) |
২০১৭– | জেনিত সেইন্ট পিটাসবার্গ | ২৮ | (৪) |
জাতীয় দল‡ | |||
২০০৯ | আর্জেন্টিনা অনুর্ধ-১৫ | ০ | (০) |
২০১১ | আর্জেন্টিনা অনুর্ধ-১৭ | ৬ | (২) |
২০১৭– | আর্জেন্টিনা | ৩ | (১) |
† উপস্থিতি(গোল সংখ্যা)। |
ক্লাব ক্যারিয়ার
বোকা জুনিয়র্স
লিগে বোকা জুনিয়র্সের হয়ে অভিষেক হয় পারেদেসর, ম্যাচটিতে তার দল ২-০ গোলে পরাজিত হয়।
রোমা
২০১৪ সালের ১৯ জুলাইয়ে দলবদল জটিলতার কারণে অস্থায়ী চুক্তিতে পারেদেস রোমাতে যোগ দেয়।[1] ২৭ সেপ্টেম্বরে রোমার হয়ে অভিষেক ম্যাচে হেলাস ভেরোনার বিপক্ষে ২-০ গোলের জয় পায়। ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি কাগলিয়ারির বিপক্ষে রোমার হয়ে প্রথম গোল করে, ম্যাচটিতে ২-১ গোলে জয় পায় তার দল।[2] ২০১৫ সালের জুনে রোমা পারেদেসকে €৬,০৬৭ মিলিয়ন ইউরোর বিনিময় স্থায়ী চুক্তি করে।[3]
জেনিত সেইন্ট পিটাসবার্গ
২০১৭ সালের ১ জুলাইয়ে জেনিত পারেদেসকে চার বছরের চুক্তিতে দলবদ্ধ করে, তার জন্য দলবদল বাবদ ২৩ মিলিয়ন ইউরো খরচ করা হয় ।[4]
আন্তর্জাতিক ক্যারিয়ার
২০১৭ সালের ১৯ মে'তে ব্রাজিল ও সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য পেরেদেস কোচ সাম্পাওলির অধীন আর্জেন্টিনার জাতীয় দলে ডাক পায়। [5] ১৩ জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের মাধ্যমে জাতীয় দলের অভিষেক হয়, এবং তার প্রথম আন্তর্জাতিক গোলের সুবাদে ম্যাচটিতে ৬-০ গোলের জয় পায় আর্জেন্টিনা।[6]
২০১৮ সালের মে'তে বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ৩৫ সদস্যর দলে ডাক পান পারেদেস।[7]
তথ্যসূত্র
- "OPERAZIONI DI MERCATO LEANDRO DANIEL PAREDES" (PDF) (in Italian). AS Roma. 19 July 2014. Archived from the original (PDF) on 29 July 2014. Retrieved 21 July 2014.
- "CAGLIARI VS. ROMA 1 - 2". Soccerway. 8 February 2015. Retrieved 8 February 2015.
- "Relazione Finanzaria Annuale Al 30 Giugno 2015" (PDF) (in Italian). A.S. Roma. 27 October 2015. Retrieved 25 March 2016.
- "Leandro Paredes joins Zenit". Zenit. 1 July 2017. Retrieved 1 July 2017.
- Jamie Smith (19 May 2017). "Icardi's Argentina exile over, but Aguero misses out". Goal.com. Retrieved 7 June 2017.
- "Singapore 0 Argentina 6: Dream debut for Gomez in Sampaoli's bold experiment". FourFourTwo. 2017-06-13. Retrieved 2017-06-13.
- http://www.goal.com/en-gb/amp/news/revealed-every-world-cup-2018-squad-23-man-preliminary-lists/oa0atsduflsv1nsf6oqk576rb