লিওনার্দো পারেদেস

লিওনার্দো ডেনিয়েল পারেদেস (রুশঃ Леа́ндро Даниэ́ль Паре́дес; স্প্যানিশঃ leˈandɾo paˈɾeðes; জন্ম ২৯ জুন ১৯৯৪) একজন আর্জেন্টাইন পেশাদার ফুটবলার যিনি রাশিয়ান ক্লাব জেনিত সেইন্ট পিটাসবার্গের হয়ে সেন্টার মিডফিল্ডার হিসেবে খেলেন।

লিওনার্দো পারেদেস
জেনিতের হয়ে ২০১৭ সালে পারেদেস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম লিওনার্দো ডেনিয়েল পারেদেস
জন্ম (1994-06-29) ২৯ জুন ১৯৯৪
জন্ম স্থান বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা
উচ্চতা ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)
মাঠে অবস্থান মিডফিল্ডার
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব জেনিত সেইন্ট পিটাসবার্গ
জার্সি নম্বর
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
২০০২-২০১০ বোকা জুনিয়র্স
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০১০-২০১৪ বোকা জুনিয়র্স ২৮ (৫)
২০১৪ চিভো (০)
২০১৪-২০১৭ রোমা ৩৭ (৪)
২০১৫-২০১৬ → এম্পোলি (লোন) ৩৩ (২)
২০১৭– জেনিত সেইন্ট পিটাসবার্গ ২৮ (৪)
জাতীয় দল
২০০৯ আর্জেন্টিনা অনুর্ধ-১৫ (০)
২০১১ আর্জেন্টিনা অনুর্ধ-১৭ (২)
২০১৭– আর্জেন্টিনা (১)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ১৩ মে ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ২৩ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

ক্লাব ক্যারিয়ার

বোকা জুনিয়র্স

লিগে বোকা জুনিয়র্সের হয়ে অভিষেক হয় পারেদেসর, ম্যাচটিতে তার দল ২-০ গোলে পরাজিত হয়।

রোমা

২০১৪ সালের ১৯ জুলাইয়ে দলবদল জটিলতার কারণে অস্থায়ী চুক্তিতে পারেদেস রোমাতে যোগ দেয়।[1] ২৭ সেপ্টেম্বরে রোমার হয়ে অভিষেক ম্যাচে হেলাস ভেরোনার বিপক্ষে ২-০ গোলের জয় পায়। ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি কাগলিয়ারির বিপক্ষে রোমার হয়ে প্রথম গোল করে, ম্যাচটিতে ২-১ গোলে জয় পায় তার দল।[2] ২০১৫ সালের জুনে রোমা পারেদেসকে €৬,০৬৭ মিলিয়ন ইউরোর বিনিময় স্থায়ী চুক্তি করে।[3]

জেনিত সেইন্ট পিটাসবার্গ

২০১৭ সালের ১ জুলাইয়ে জেনিত পারেদেসকে চার বছরের চুক্তিতে দলবদ্ধ করে, তার জন্য দলবদল বাবদ ২৩ মিলিয়ন ইউরো খরচ করা হয় ।[4]

আন্তর্জাতিক ক্যারিয়ার

২০১৭ সালের ১৯ মে'তে ব্রাজিল ও সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য পেরেদেস কোচ সাম্পাওলির অধীন আর্জেন্টিনার জাতীয় দলে ডাক পায়। [5] ১৩ জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের মাধ্যমে জাতীয় দলের অভিষেক হয়, এবং তার প্রথম আন্তর্জাতিক গোলের সুবাদে ম্যাচটিতে ৬-০ গোলের জয় পায় আর্জেন্টিনা[6]

২০১৮ সালের মে'তে বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ৩৫ সদস্যর দলে ডাক পান পারেদেস।[7]

তথ্যসূত্র

  1. "OPERAZIONI DI MERCATO LEANDRO DANIEL PAREDES" (PDF) (in Italian). AS Roma. 19 July 2014. Archived from the original (PDF) on 29 July 2014. Retrieved 21 July 2014.
  2. "CAGLIARI VS. ROMA 1 - 2". Soccerway. 8 February 2015. Retrieved 8 February 2015.
  3. "Relazione Finanzaria Annuale Al 30 Giugno 2015" (PDF) (in Italian). A.S. Roma. 27 October 2015. Retrieved 25 March 2016.
  4. "Leandro Paredes joins Zenit". Zenit. 1 July 2017. Retrieved 1 July 2017.
  5. Jamie Smith (19 May 2017). "Icardi's Argentina exile over, but Aguero misses out". Goal.com. Retrieved 7 June 2017.
  6. "Singapore 0 Argentina 6: Dream debut for Gomez in Sampaoli's bold experiment". FourFourTwo. 2017-06-13. Retrieved 2017-06-13.
  7. http://www.goal.com/en-gb/amp/news/revealed-every-world-cup-2018-squad-23-man-preliminary-lists/oa0atsduflsv1nsf6oqk576rb
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.