লালন ফকির (চলচ্চিত্র)
লালন ফকির ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী বাংলা ভাষার চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সৈয়দ হাসান ইমাম[1] এতে ফকির লালন সাঁইয়ের ভূমিকায় অভিনয় করেন উজ্জ্বল। আরো অভিনয় করেন কবরী, আনোয়ার হোসেন[2] প্রমুখ। এটি ফকির লালন সাঁইকে নিয়ে নির্মিত প্রথম চলচ্চিত্র।[3] নাট্যকার আসকার ইবনে শাইখ এর লালনকে নিয়ে নাটক ঢাকার নাট্যমঞ্চে বেশ কয়েকবার মঞ্চায়িত হয়েছিল। এ নাটকটি অবলম্বনেই সৈয়দ হাসান ইমামের সংলাপ, চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনায় চলচ্চিত্রটি নির্মিত হয়। চলচ্চিত্রটিতে ফকির লালনের জীবন ও বাঙ্গালি সংস্কৃতির রুপায়ন তুলে ধরা হয়েছে।[4] চলচ্চিত্রটির দুটি কপি এখনো বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত আছে।[5]
লালন ফকির | |
---|---|
পরিচালক | সৈয়দ হাসান ইমাম |
প্রযোজক | সৈয়দ হাসান ইমাম |
চিত্রনাট্যকার | সৈয়দ হাসান ইমাম |
কাহিনীকার | আসকার ইবনে শাইখ, সৈয়দ হাসান ইমাম (সংলাপ) |
শ্রেষ্ঠাংশে | উজ্জ্বল কবরী আনোয়ার হোসেন |
মুক্তি | ১৯৭২ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
অভিনয়
- উজ্জ্বল - লালন ফকির
- কবরী
- আনোয়ার হোসেন
চলচ্চিত্রের গান
চলচ্চিত্রটির গানে কণ্ঠ দেন আবদুল আলীম, নীনা হামিদ এবং আরো অনেকে।
তথ্যসূত্র
- অনুপম হায়াৎ (১৩ অক্টোবর ২০১৪)। "পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র"। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৬।
- মুসাহিদ উদ্দিন আহমদ (২০ জানুয়ারি ২০১৬)। "বাংলা চলচ্চিত্রের মুকুটবিহীন নবাব অভিনেতা আনোয়ার হোসেন"। সংবাদ। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৬।
- আমিনুল ই শান্ত (১৬ অক্টোবর ২০১৪)। "লালনকে নিয়ে যত চলচ্চিত্র"। ঢাকা: রাইজিংবিডি। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৬।
- "সিনেমায় বাঙ্গালি সংস্কৃতি: রুপবান থেকে খায়রুন সুন্দরী"। ঢাকা টাইমস। ঢাকা, বাংলাদেশ। ১৪ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৬।
- "বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত চলচ্চিত্রের তালিকা"। ঢাকা, বাংলাদেশ: বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। ২০ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৬।
- "হাসিমুখের সেই কবরী"। ঢাকা, বাংলাদেশ: দৈনিক যায় যায় দিন। ৫ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৬।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.