লাইটহাউস টেকনিক্যাল এন্ড বিএম কলেজ
লাইটহাউস টেকনিক্যাল এন্ড বিএম কলেজ সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের ধুকুরিয়া গ্রামে অবস্থিত। এটি একটা বেসরকারি কলেজ যা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী অধিভুক্ত কলেজ ।
ধরন | বেসরকারি কলেজ |
---|---|
স্থাপিত | ২০০৪ [1] |
অধ্যক্ষ | মোঃ আব্দুর রাজ্জাক |
শিক্ষার্থী | ১২০ |
অবস্থান |
ভবিষ্যতে রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে জেনারেল কলেজ এবং কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল এবং কৃষি কলেজ সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। [2]
ইতিহাস
কলেজটি ১৬-১২-২০০৪ ইং সালে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলাধীন ধুকুরিয়া বেড়া ইউনিয়নের ধুকুরিয়া গ্রামে অবস্থিত। কলেজটি গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ মনিরুজ্জামান অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক ও তার পরিবার এবং সেই সাথে গ্লোবাল লাইট হাউস ফাউন্ডেশন বাংলাদেশ এর সহযোগিতায় প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত। অতপর ০৭-০৩-২০০৬ ইং সালে প্রতিষ্ঠানটি পাঠদান ও স্বীকৃতি লাভ করে।
ছাত্র-ছাত্রীর সংখ্যা
শ্রেণী মোট
একাদশ শ্রেণী ৫০ জন
দ্বাদশ শ্রেণী ৭০ জন
মোট = ১২০ জন
পরিচালনা কমিটি
- মোঃ শওকত আলী সভাপতি
- মোঃ মনিরুজ্জামান সংস্থা কর্তৃক মনোনীত
- মোঃ আবু সামা সংস্থা কর্তৃক মনোনীত
- মোঃ নবী নেওয়াজ জেলা প্রশাসক
- ইঞ্জি: মোঃ আইয়ুব আলী বোর্ড কর্তৃক মনোনীত
- মোঃ আব্দুর রাজ্জাক সদস্য সচিব
অর্জন
বিগত বৎসর গুলোতে প্রতিষ্ঠানটি স্থাপনের পর শিক্ষা ক্ষেত্রে ভাল ফলাফলের জন্য বেশ সুনাম অর্জন করেছে। রেকর্ড সংখ্যক পাশের হার এবং সর্বাধিক এ+ পাওয়ার গৌরব অর্জন এ প্রতিষ্ঠানটি করেছে। বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করায় অত্র এলাকায় কলেজটির ব্যাপক পরিচিতি রয়েছে।
আরও দেখুন
তথ্যসূত্র
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১১ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০১৯।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৯ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৯।