লরেন্স টিবেট

লরেন্স মেরভিল টিবেট (ইংরেজি: Lawrence Mervil Tibbett; ১৬ নভেম্বর ১৮৯৬ - ১৫ জুলাই ১৯৬০)[1] ছিলেন একজন প্রখ্যাত মার্কিন অপেরা সঙ্গীতশিল্পী। তিনি চলচ্চিত্র ও বেতার অভিনেতা হিসেবেও কাজ করেছেন। তিনি ১৯২৩ থেকে ১৯৫০ সাল পর্যন্ত নিউ ইয়র্কের মেট্রোপলিটন অপেরায় প্রধান শিল্পী হিসেবে ৬০০ বারের অধিক গান পরিবেশন করেছেন। তিনি বিভিন্ন ধরনের সঙ্গীতনাট্যে অভিনয় করেছেন, তন্মধ্যে উল্লেখযোগ্য হল পিটার প্যান-এ ক্যাপ্টেন হুক। ১৯৩০ সালে দ্য রোগ সং চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। সঙ্গীতে তার অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৬০ সালের ১৬ জুলাই হলিউড ওয়াক অব ফেমে তার নামাঙ্কিত তারকা খচিত হয়।[2]

লরেন্স টিবেট
Lawrence Tibbett
১৯৪৩ সালে লরেন্স টিবেট
জন্ম
লরেন্স মেরভিল টিবেট

(১৮৯৬-১১-১৬)১৬ নভেম্বর ১৮৯৬
মৃত্যু১৫ জুলাই ১৯৬০(1960-07-15) (বয়স ৬৩)
নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
পেশাগায়ক, অভিনেতা
কার্যকাল১৯২২-১৯৫৬

তথ্যসূত্র

  1. "Lawrence Tibbett | American opera singer"এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৮
  2. "Lawrence Tibbett"লস অ্যাঞ্জেলেস টাইমস (ইংরেজি ভাষায়)। ১৬ জুলাই ১৯৬০। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.