রোম মসজিদ
মস্ক অফ রোম বা মস্চেয়া ডি রোমা হল ইতালি ও ইউরোপের বৃহত্তম মসজিদ যেটি আফগানিস্তানের রাজপুত্র মুহাম্মদ হাসান ও তার স্ত্রী রাজিয়া বেগম এর উদ্যোগে এবং পাশাপাশি সৌদি আরবের যুবরাজ ফয়সাল এর সহ-অর্থায়নে নির্মিত হয়| এটির আয়তন ৩০০০ বর্গমিটার (৩২০,০০০ বর্গফুট) এবং এর ভেতর একত্রে ১২০০০ মুসল্লী নামাজ পড়তে পারে|
রোম মসজিদ | |
---|---|
বাইরের দৃশ্য ২০০৬ সালের সংগৃহিত | |
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
অবস্থান | |
অবস্থান | রোম, ইতালি |
রাজ্য | ![]() |
ভৌগোলিক স্থানাঙ্ক | ৪১°৫৬′৫.১৭″ উত্তর ১২°২৯′৪২.৮″ পূর্ব |
স্থাপত্য | |
স্থপতি | পাওলো পর্তুগীজি, ভিট্টোরিও গিগলিওট্টি, সামি মওসুয়ী এন্ড নিনো তোজো |
ধরন | মসজিদ |
সম্পূর্ণ হয় | ১৯৯৪ |
নির্দিষ্টকরণ | |
ধারণ ক্ষমতা | ১২,০০০ |
গম্বুজসমূহ | ১ |
মিনারসমূহ | ১ |
মিনারের উচ্চতা | ৪৩ মিটার |
নির্মাণ
১৯৭৪ সালে মসজিদটির প্রকল্প হাতে নেয় ইতালির নগর পরিষদ(ইতালীয় সিটি কাউন্সিল) মসজিদটির জন্য জমি প্রদান করে| এর কাজ শুরু হয় ১৯৮৪ সালে যেটি উদ্ভোধন করেন তৎকালীন ইতালীয় প্রধানমন্ত্রী স্যান্ড্রো পার্টিনি এবং দশ বছর পর ১৯৯৪ সালে এর নির্মাণকাজ শেষ হয়| মসজিদটির প্রকল্পের নকশা ও পরিচালনা করেছিলেন ভিট্টোরিও গিগলিওটি স্যামি মোসাভি এবং প্রখ্যাত ইতালীয় স্থপতি ও শিক্ষাবিদ পাওলো পর্তুগিজি, যিনি পরবর্তীতে স্র্যাটবার্গ মসজিদেরও নকশা করেন| মসজিদটি যৌথভাবে নির্বাসিত যুবরাজ মুহাম্মদ আফগানিস্তানের হাসান ও তার স্ত্রী কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল।[1] ১৯৯৫ সালের ১লা জুলাই মসজিদটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়|
তথ্যসূত্র
- Buyers, Christopher (আগস্ট ২০০৯)। "The Barakzai Dynasty - Nasser-Zia, Rahmani, Ziai, Ziyai - Genealogy"। Royal Ark website। Christopher Buyers। সংগ্রহের তারিখ ২০১০-০৭-০৯।
- Coppa Alessandra, La moschea di Roma di Paolo Portoghesi, Federico Motta Editore, 2003. আইএসবিএন ৮৮-৭১৭৯-৩৭৫-৭
বহিঃসংযোগ
- রোম মসজিদ(ইতালীয়)