রোভেনা মারকু
রোভেনা মারকু (জন্ম ২১শে মে, ১৯৮৭ স্কোডেরে) আলবানিয়ার একজন অলিম্পিক ফ্রিস্টাইল সাঁতারু। তিনি ২০০৪ ও ২০০৮ অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করেন।[1]
![]() | |
ব্যক্তিগত তথ্য | |
---|---|
জাতীয়তা | ![]() |
ক্রীড়া | |
ক্রীড়া | সাঁতার |
বেজিং-এর ২০০৮ অলিম্পিকে তিনি ৫০মিটার ফ্রিস্টাইল বিভাগে ২৮.১৫সেকেন্ড সময়ে নতুন আলবানীয় রেকর্ড গড়েন। আগের রেকর্ডটিও তার দখলে ছিল ২৮.৭৯সেকেন্ড সময়ের। ৫৮তম স্থানে তিনি ২০০৮ অলিম্পিক শেষ করেন।[2]
এছাড়া তিনি ২০০৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৫০মিটার ফ্রিস্টাইল ও ৫০মিটার ব্রেস্টস্ট্রোক; এবং ২০০৫ ভূমধ্যসাগরীয় গেমসে অংশগ্রহণ করেছেন।
পাদটিকা
- মারকুর পাতা from www.sports-reference.com; retrieved 2009-07-03.
- মারকুর ফলের পাতা from the 2008 Olympics website; retrieved 2009-07-03.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.