রেমন্ড ম্যাসি

রেমন্ড হ্যার্ট ম্যাসি (ইংরেজি: Raymond Hart Massey; ৩০ আগস্ট ১৮৯৬ - ২৯ জুলাই ১৯৮৩) ছিলেন একজন কানাডীয়-মার্কিন অভিনেতা, পরিচালক ও প্রযোজক।[1] তিনি তার মঞ্চে প্রশিক্ষণপ্রাপ্ত কণ্ঠের জন্য পরিচিত ছিলেন। অ্যাব লিংকন ইন ইলিনয় (১৯৪০) চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তার অভিনীত অপর একটি বিখ্যাত চরিত্র হল এনবিসি টেলিভিশনের ধারাবাহিক ডক্টর কিলডেয়ার (১৯৬১-১৯৬৬)-এ ডক্টর গিলস্পি।

১৯৬১ সালের মে মাসে ম্যাসি

প্রারম্ভিক জীবন

ম্যাসি ১৮৯৬ সালের ৩০শে আগস্ট অন্টারিও অঙ্গরাজ্যের টরন্টো শহরে জন্মগ্রহণ করেন। তার মাতা অ্যানা (প্রদত্ত নাম: ভিনসেন্ট) মার্কিন ছিলেন। তার পিতা চেস্টার ড্যানিয়েল ম্যাসি ছিলেন ম্যাসি-হ্যারিস ট্রাক্টর কোম্পানির মালিক এবং হার্ট ম্যাসির পুত্র ও ড্যানিয়েল ম্যাসির দৌহিত্র।[2] ম্যাসি পরিবার ১৮১২ সালের যুদ্ধের কয়েক বছর পূর্বে নিউ ইংল্যান্ড থেকে কানাডা আসে, এবং তাদের পূর্বপুরুষেরা ইংল্যান্ড হতে ১৬৩০-এর দশকে ম্যাসাচুসেটস উপনিবেশে আসে।

ম্যাসি অল্প কিছুদিন আপার কানাডার উচ্চ মাধ্যমিক স্কুলে পড়াশোনা করেন এবং পরে অন্টারিওর অকভিলের অ্যাপলবাই কলেজে ভর্তি হন।[3] তিনি টরন্টো বিশ্ববিদ্যালয়ে কয়েকটি কোর্স করেন এবং সেখানে তিনি কাপা আলফা সোসাইটির সক্রিয় সদস্য ছিলেন।

তথ্যসূত্র

  1. "Raymond Massey - Canadian-American actor, director, and producer"এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৮
  2. "Cawthra Square House"। ২০০৮-০৯-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-৩০
  3. "northernstars.ca Profile of Raymond Massey"। ২০০৬-০২-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-৩০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.