রেড লাইন (লখনউ মেট্রো)
রেড লাইন বা লখনউ উত্তর-দক্ষিণ করিডর হল লখনউ শহরের গণমুখী পরিবহন ব্যবস্থার অন্তর্গত একটি মেট্রো রুট। এটি ২১ মেট্রো স্টেশন বিশিষ্ট মেট্রো রুট। মেট্রো রুটটি চৌধরী চরন সিংহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুন্সী পুলিয়া পর্যন্ত ২২.৮৭ কিলোমিটার দূরত্ব বিশিষ্ট। লাইনটির বেশীরভাগ অংশ উত্তলিত পথে নির্মিত । [1][2][3]
উত্তর-দক্ষিণ করিডর उत्तर–दक्षिण कॉरिडोर | |
---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |
ধরন | দ্রুত পরিবহন |
শৃঙ্খলাংশ | লখনউ মেট্রো |
সেবাগ্রহণকারী অঞ্চল | লখনউ |
বিরতিস্থল | অমাউসি বিমানবন্দর মুন্সী পুলিয়া |
বিরতিস্থলসমূহ | ২১ |
ক্রিয়াকলাপ | |
উদ্বোধনের তারিখ | ২৬ মার্চ ২০১৭ |
পরিচালনাকারী | লখনউ মেট্রো রেল কর্তৃপক্ষ |
চরিত্র | ভূগর্ভস্থ ও উত্তোলিত |
রেলগাড়ির সংখ্যা | ২০ টি |
প্রযুক্তিগত | |
রেললাইনের মোট দৈর্ঘ্য | ২২.৭৮৭ কিলোমিটার |
ট্র্যাক গেজ | ভারতীয় গেজ |
বৈদ্যুতিকরণ | ২৫ কেভি ৫০ হার্জ এসি ওভারহেড তারের দ্বারা |
সর্বোচ্চ টিলা | গড়ে ১২৪ মিটার |
লাইনের প্রথম অংশটি, পরিবহন নগর থেকে চরবাঘ পর্যন্ত ৮.৫ কিলোমিটার দীর্ঘ লাইন। এই অংশটি ৫ সেপ্টেম্বর ২০১৭ সালে উদ্বোধন করা হয়। লাইনের বাকি অংশের ৮ মার্চ ২০১৯ সালে উদ্বোধন করা হয়।[4]
৩ মাসের মধ্যে চরবাগ ও হজরতগঞ্জের ৩.৭ কিলোমিটার সুড়ঙ্গে ৪০ শতাংশ টনেল কাজ সম্পন্ন করে এলএমআরসি।[5][6]
ইতিহাস
স্টেশন
এই রুটে স্টেশনগুলির একটি তালিকা[1][7]
লাল লাইন | ||||||
---|---|---|---|---|---|---|
# | স্টেশনের নাম | উদ্বোধন | সংযোগ | বিন্যাস | অবস্থান | |
বাংলা | হিন্দি | |||||
১ | চৌধুরী চরন সিং আন্তর্জাতিক বিমানবন্দর | चौधरी चरण सिंह अंतरराष्ट्रीय हवाई अड्डा | ৮ মার্চ ২০১৯ | চৌধুরী চরন সিং আন্তর্জাতিক বিমানবন্দর | ভূগর্ভস্থ[8] | |
২ | আমৌসি | अमौसी | ৮ মার্চ ২০১৯ | না | উত্তোলিত | |
৩ | পরিবহন নগর | ट्रांसपोर्ट नगर | ৫ সেপ্টেম্বর ২০১৭[9] | না | উত্তোলিত | ২৬°৪৬′৪১″ উত্তর ৮০°৫২′৫৮″ পূর্ব |
৪ | কৃষ্ণ নগর | कृष्णा नगर | ৫ সেপ্টেম্বর ২০১৭ | না | উত্তোলিত | ২৬°৪৭′৪০″ উত্তর ৮০°৫৩′৩০″ পূর্ব |
৫ | সিঙ্গার নগর | सिंगार नगर | ৫ সেপ্টেম্বর ২০১৭ | না | উত্তোলিত | ২৬°৪৮′১১″ উত্তর ৮০°৫৩′৪৬″ পূর্ব |
৬ | আলমঘঘ | आलमबाग़ | ৫ সেপ্টেম্বর ২০১৭ | না | উত্তোলিত | ২৬°৪৮′৫০″ উত্তর ৮০°৫৪′০৮″ পূর্ব |
৭ | আলমবাগ বাস স্টেশন | आलमबाग बस स्टेशन | ৫ সেপ্টেম্বর ২০১৭ | আইএসবিটি আলমবাগ বাস স্টেশন | উত্তোলিত | ২৬°৪৯′০৭″ উত্তর ৮০°৫৪′২৬″ পূর্ব |
৮ | মাওয়াইয়া | मवईया | ৫ সেপ্টেম্বর ২০১৭ | না | উত্তোলিত | ২৬°৪৯′৩১″ উত্তর ৮০°৫৪′৩৫″ পূর্ব |
৯ | দুর্গাপুরি | दुर्गापुरी | ৫ সেপ্টেম্বর ২০১৭ | ভারতীয় রেল লখনৌ জংশন | উত্তোলিত | ২৬°৫০′০০″ উত্তর ৮০°৫৪′৪৬″ পূর্ব |
১০ | চারবাগ রেলওয়ে স্টেশন | चारबाग़ रेलवे स्टेशन | ৫ সেপ্টেম্বর ২০১৭ | নীল লাইন ভারতীয় রেল চারবাগ স্টেশন এবং লখনৌ জংশন বাস টার্মিনাল (চারবাগ বাস স্টেশন) | উত্তোলিত | ২৬°৫০′০০″ উত্তর ৮০°৫৪′৪৬″ পূর্ব |
১১ | হুসেনগঞ্জ | हुसैनगंज | ৮ মার্চ ২০১৯ | না | ভূগর্ভস্থ | |
১২ | সচিবালয় | सचिवालय | ৮ মার্চ ২০১৯ | না | ভূগর্ভস্থ | |
১৩ | হযরতগঞ্জ | हज़रतगंज | ৮ মার্চ ২০১৯ | না | ভূগর্ভস্থ | |
১৪ | কে ডি সিং বাবু স্টেডিয়াম | केडी सिंह बाबू स्टेडियम | ৮ মার্চ ২০১৯ | না | উত্তোলিত | |
১৫ | লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয়ের | लखनऊ विश्वविद्यालय | ৮ মার্চ ২০১৯ | না | উত্তোলিত | |
১৬ | আইটি চৌরাহ | आईटी चौराहा | ৮ মার্চ ২০১৯ | না | উত্তোলিত | |
১৭ | বাদশাহনগর | बादशाह नगर | ৮ মার্চ ২০১৯ | ভারতীয় রেল বাদশাহনগর স্টেশন | উত্তোলিত | |
১৮ | লেখরাজ মার্কেট | लेखराज मार्केट | ৮ মার্চ ২০১৯ | না | উত্তোলিত | |
১৯ | ভূতনাথ মার্কেট | भूतनाथ मार्केट | ৮ মার্চ ২০১৯ | না | উত্তোলিত | |
২০ | ইন্দিরা নগর | इंदिरा नगर | ৮ মার্চ ২০১৯ | না | উত্তোলিত | |
২১ | মুন্সিপুলিয়া | मुंशीपुलिया | ৮ মার্চ ২০১৯ | না | উত্তোলিত | |
আরও দেখুন
তথ্যসূত্র
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (PDF)। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৭।
- http://timesofindia.indiatimes.com/City/Lucknow/Metro-construction-first-leg-from-September/articleshow/35691533.cms
- http://articles.timesofindia.indiatimes.com/2009-02-06/lucknow/28015488_1_project-report-civic-amenities-delhi-metro-rail-corporation
- "Lucknow Metro speeds up underground corridor construction, targets to complete by 2018 end"। The Times of India। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৬।
- "LMRC completes 40% tunnel work in phase 1"। http://www.hindustantimes.com/ (ইংরেজি ভাষায়)। ৬ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৭।
|ওয়েবসাইট=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য) - "Inside Lucknow Metro's tunnels"। The Hindu (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১৭।
- http://www.indianexpress.com/news/Lucknow-Metro-gets-a-blueprint-from-Delhi/611040
- http://www.lmrcl.com/project/project-overview/
- http://economictimes.indiatimes.com/industry/transportation/railways/rajnath-singh-to-flag-off-lucknow-metro-on-sept-5/articleshow/60263165.cms
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.