রুফাইদা আল আসলামিয়া
রুফাইদা আল আসলামিয়া (ইংরেজী: Rufaida Al-Aslamia); (আরবি: رفيدة الأسلمية) ছিলেন প্রথম মহিলা মুসলিম সেবিকা হিসাবে স্বীকৃত একজন ইসলামী চিকিৎসক এবং সমাজ কর্মী।[1]
রুফাইদা আল-আসলামিয়া | |
---|---|
উল্লেখযোগ্য সাফল্য | |
মেডিসিন ইতিহাসে প্রথম নার্স হিসেবে স্বীকৃত | |
ব্যক্তিগত তথ্য | |
জন্মতারিখ | প্রায় ৬২০ খ্রিস্টাব্দ |
হোমটাউন | মদীনা, সৌদি আরব |
ধর্ম | ইসলাম |
রুফাইদা আহতদের সেবায় মসজিদে একটি তাঁবু করেছিলেন, খন্দকের যুদ্ধে সাদ বিন মায়ায বনু মখজুম গোত্রের আবু ওসামা জাশমী কর্তৃক নিক্ষিপ্ত একটি তীর দ্বারা আহত হন। নবীজি বলেন তাকে দূরুত রুফাইদার তাঁবুতে নিয়ে যাও।[2] খাইবার যুদ্ধে আহত মুসলিম মুজাহিদের সুস্থ করতে তিনি মাতৃতের মমতাময়ী হাত বাড়িয়ে দেন। তার এই অবিস্বরণীয় কুরবানী এবং সেবা-শুদ্রূষার স্বীকৃতি স্বরূপ রাসূল (সঃ)পুরুষ মুজাহিদদের সাথে তাকেও গনিমতের মালের হিস্যা দেন।
তথ্যসূত্র
- Miller-Rosser, K., Chapman, Y., Francis, K. (July 19, 2006): "Historical, Cultural, and Contemporary Influences on the Status of Women in Nursing in Saudi Arabia". OJIN: The Online Journal of Issues in Nursing. Vol. 11, No. 3أسد الغابة في معرفة الصحابة، باب السين، ص 46أسد الغابة في معرفة الصحابة، باب السين، ص 46
- أسد الغابة في معرفة الصحابة، باب السين، ص 46
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.