রুপার্ট গ্রিন্ট

রুপার্ট আলেকজেন্ডার লয়িড গ্রিন্ট[1] (ইংরেজী ভাষায়: Rupert Alexander Lloyd Grint) (জন্ম ২৪ অগাস্ট ১৯৮৮) একজন ইংরেজ অভিনেতা। হ্যারি পটার চলচ্চিত্র সিরিজে রন উইজলি চরিত্রে অভিনয়ের জন্য তিনি সর্বাধিক পরিচিত। ২০০৭ সালের ডিসেম্বরে ফোর্বস ম্যাগাজিনের পৃথিবীব্যাপী অনুর্ধ ২৫ বছর বয়সী মানুষের আয়ের তালিকায় গ্রিন্টের অবস্থান ছিল ১৬।

রুপার্ট গ্রিন্ট
২০০৭ সালে কানাডার টরন্টোতে রুপার্ট গ্রিন্ট
জন্ম
রুপার্ট আলেকজেন্ডার লয়িড গ্রিন্ট

(1988-08-24) আগস্ট ২৪, ১৯৮৮
হার্লো, এসেক্স, ইংল্যান্ড, যুক্তরাজ্য
পেশাঅভিনেতা
কার্যকাল২০০১–বর্তমান

প্রথম জীবন

গ্রিন্টের জন্ম পূর্ব ইংল্যান্ডের এসেক্সে এবং তিনি বড় হয়েছেন হার্টফোর্ডশায়ারে। তার মা জোয়ান গ্রিন্ট একজন গৃহিণী এবং বাবা নিগেল গ্রিন্ট স্যুভেনির পরিবেশক।[2] গ্রিন্টের একজন ছোট ভাই রয়েছে, তার নাম জেমস (জন্ম ১৯৯০); এবং তিন বোন রয়েছে: জর্জিনা (জন্ম ১৯৯৩), সামানথা (জন্ম ১৯৯৬) ও শার্লোট (জন্ম ১৯৯৮)। হ্যারি পটের অভিনয়ের পূর্বে রুপের্ট গ্রিন্ট তার বিদ্যালয়ে এবং স্থানীয় থিয়েটারে অভিনয় করেছিলেন।

শৈশবে গ্রিন্ট একটি রোমান ক্যাথোলিক প্রাথমিক বিদ্যালয়ে যেতেন।[3] এরপর তিনি হার্টফোর্ডের রিচার্ড হেল স্কুলে ভর্তি হন। পরবর্তিতে তিনি হার্টফোর্ডের টপ হ্যাট স্টেজ স্কুলে ভর্তি হন।

তথ্যসূত্র

  1. "harrypotter.warnerbros.co.uk"Warner Bros. (Flash: click appropriate actor's image, click "Actor Bio") (Official site)। ১০ এপ্রিল ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০০৬
  2. Rupert Grint Biography (1988-)
  3. Rupert Grint Yahoo! Movies

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.