রিক্টার পরিমাপ
রিখটার পরিমাপ (Richter scale) কোন ভূমিকম্পের প্রাবল্যকে সংখ্যা দিয়ে প্রকাশ করে। এটি একটি ১০-ভিত্তির লগারিদমীয় পরিমাপ। অর্থাৎ এই পরিমাপে যেকোনো সংখ্যার ভূমিকম্প পূর্ববর্তী সংখ্যার চাইতে ১০ গুন শক্তিশালী। যেমন, ৩ মাত্রার ভূমিকম্পের চেয়ে ৪ মাত্রা ভূমিকম্প ১০ গুন বেশি শক্তিশালী।

ছার্লস রিখটার, ১৯৭০ সালে
এটি সিসমোমিটারের সাহায্যে পরিমাপ করা হয়। রিখটার স্কেলে মাত্রা যদি ৫ হয়, তাহলে তাহলে এটি ১০ গুন বেশি পরিমাপ দেয় রিখটার স্কেল ৪-এর চেয়ে এবং এটি ৩১.৬ গুন বেশি শক্তি প্রবাহ করে কম মাত্রার ভুমিকম্পের চেয়ে।[1]
তথ্যসূত্র
- "The Richter Magnitude Scale"। ১৮ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৫।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.