ভূকম্পমাপক

ভূকম্পমাপক (ইংরেজি: Seismometer ভূত্বকের কম্পন পরিমাপক যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে প্রধানত ভূমিকম্প, অগ্নুত্পাত বা অন্য যে কোনও কারণে সংঘটিত ভূত্বকীয় বা ভূগর্ভস্থ কম্পনের তীব্রতা মাপা হয়। এই কম্পন-তীব্রতার তথ্য-উপাত্ত ভূতত্ত্ববিদদেরকে ভূগর্ভের মানচিত্র বানাতে, ভূমিকম্পের উৎস এবং তীব্রতা বিশ্লেষণে সাহায্য করে।

পুরনো যুগে ব্যবহৃত ভূকম্পমাপক যন্ত্রকে সাধারণত ইংরেজিতে "সিজমোগ্রাফ" নামে ডাকা হত। অপরদিকে "সিজমোমিটার" দ্বারা বর্তমান যুগে ব্যবহৃত অত্যাধুনিক পরিমাপ এবং বিশ্লেষনের সুযোগ-সুবিধা সম্বলিত ভূকম্পমাপককে বুঝায়। আর "সিজমোস্কোপ" বা ভূকম্পবীক্ষণ যন্ত্রের শুধুমাত্র ভূমিকম্পের উপস্থিতিরর প্রমাণ পাওয়া যায়।

ইতিহাস

চাং হং-এর ভূকম্পবীক্ষণ যন্ত্র

চাং হং (Zhang Heng)-এর ভূকম্পবীক্ষণ যন্ত্রের অবিকল প্রতিরূপ হোউফং তিতুং ই (Houfeng Didong Yi)

প্রাচীন উদাহরণ

প্রাচীন নকশা

মূল কার্যপদ্ধতি

আধুনিক যন্ত্রাদি

একটি গতিমাপক (Kinemetrics) ভূকম্পবীক্ষণ যন্ত্র, যেটি অতীতে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (United States Department of the Interior) ব্যবহার করত।

টেলি-সিসমোমিটার

সমুদ্র-তলে ব্যবহারোপযোগী নীচু-তরঙ্গের ত্রিমুখী ভূকম্পমাপক (ছবিতে মূল আবরণ সরানো)। এই আদলটি Güralp Systems Ltd-এর বানানো একটি CMG-40TOBS, Monterey Accelerated Research System-এর অংশ

শক্তিশালী-কম্পন ভূকম্পমাপক

আধুনিক উপাত্ত সংগ্রহ পদ্ধতি

ভূকম্পমাপকের আন্ত-সংযোগ

আরো দেখুন

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.