রিকার্ডো সান্চেজ
লেফটেন্যান্ট জেনারেল রিকার্ডো এস সান্চেজ (জন্ম: ১৯৫৩) একজন অবসরপ্রাপ্ত মার্কিন সামরিক জেনারেল যিনি ২০০৩ সালের জুন থেকে ২০০৪ সালের জুন পর্যন্ত ইরাকে মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনীর কমান্ডার ছিলেন। ২০০৬ এর ১লা নভেম্বর যখন অবসর গ্রহণ করেন তখন তিনি মার্কিন সেনাবাহিনীতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী হিস্পানিক ছিলেন। অবসরের সময় সান্চেজ তার কর্মজীবনকে নিছক আবু গারিব কেলাঙ্কারির "বলির পাঁঠা" বলে আখ্যায়িত করেছিলেন।
রিকার্ডো এস সান্চেজ | |
---|---|
![]() লেফটেন্যান্ট জেনারেল রিকার্ডো এস সান্চেজ, অবসরপ্রাপ্ত | |
আনুগত্য | মার্কিন যুক্তরাষ্ট্র |
সার্ভিস/শাখা | মার্কিন সেনাবাহিনী |
কার্যকাল | ১৯৭৩ - ২০০৬ |
পদমর্যাদা | লেফটেন্যান্ট জেনারেল |
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে রিকার্ডো সান্চেজ সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.