রাস্মুস রাস্ক
রাস্মুস রাস্ক (ডেনীয়: Rasmus Rask, আ-ধ্ব-ব: [ʁɑsmus ʁɑsɡ̊]) (নভেম্বর ২২, ১৭৮৭ - নভেম্বর ১৪, ১৮৩২) একজন ডেনীয় ভাষাতাত্ত্বিক ও পণ্ডিত। তিনি কয়েকটি ব্যাকরণ বই রচনা করেছেন এবং তুলনামূলক ধ্বনিতত্ত্ব ও রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব নিজে কাজ করেছেন। রাস্ক ভাষা শিক্ষার জন্য প্রথমে আইসল্যান্ড যান। সেখানে তিনি আইসল্যান্ডীয় ভাষায় তার প্রথম ব্যাকরণ বই রচনা করেন। পরে তিনি রাশিয়া, পার্সিয়া, ভারত ও সিলন (বর্তমান শ্রীলঙ্কা) ভ্রমণ করেন। তার মৃত্যুর কিছুদিন পূর্বে তিনি কোপেনহেগেন বিশ্ববিদ্যালয় এ প্রাচ্য ভাষার অধ্যাপক হিসেবে নিয়োগ লাভ করেন। রাস্ক মূলত তুলনামূলক ভাষাবিজ্ঞান এ তার অবদানের জন্য প্রসিদ্ধ, বিশেষ করে তার প্রাথমিক সূত্র যা পরে গ্রিম্স ল বা রাস্ক রুল নামে পরিচিত লাভ করে।[1][2]
রাস্মুস রাস্ক | |
---|---|
Rasmus Christian Nielsen Rasch | |
![]() রাস্মুস রাস্ক | |
জন্ম | রাস্মুস ক্রিশ্চিয়ান নিয়েলসন রাস্ক ২২ নভেম্বর ১৭৮৭ ব্রান্দেকিল্ডি, ডেনমার্ক |
মৃত্যু | ১৪ নভেম্বর ১৮৩২ ৪৪) কোপেনহেগেন, ডেনমার্ক | (বয়স
মৃত্যুর কারণ | যক্ষ্মা |
জাতীয়তা | ডেনীয় |
যেখানের শিক্ষার্থী | কোপেনহেগেন বিশ্ববিদ্যালয় |
তথ্যসূত্র
- Nielsen, Hans Frede (2008). "Rasmus Kristian Rask (1787-1832): Liv og levned" [Rasmus Kristian Rask (1787-1832): His life] (PDF). Rask (in Danish). Syddansk Universitet. 28: 25–42
- "Rasmus Rask". Leksikon (in Danish). Gyldendal
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.